ডাইনোসরদের নিয়ে মানুষের আগ্রহ কিংবা জল্পনা কল্পনার কোন অন্ত নেই। হাজার হাজার বছর আগে পৃথিবীর বুক থেকে বিলীন হয়ে যাওয়া এই প্রাণীগুলো কেমন ছিল, তাদের রুপ কেমন ছিল তা নিয়ে বিজ্ঞানীরা আজো নানা ধরণের গবেষণা করে থাকেন। তেমনই এক ডাইনোসরের ফসিলের দেখা মিলেছে অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ডে।
আজ থেকে প্রায় ৯৫ মিলিয়ন বছর আগে পৃথিবীর বুকে বিচরণ করা এই ডাইনোসর ছিল চারপেয়ে এবং আকৃতি ছিল দোতলা একটি বাসের সমান।

কুইন্সল্যান্ডের ডাইনোসর মিউজিয়াম অব ন্যাচারাল হিস্টোরির এক গবেষক, স্টিফেন পোরোপাট তার গবেষণায় বলেন যে এই ডাইনোসর লম্বায় ছিল প্রায় ৫০ফিট উঁচু এবং ওজনে প্রায় ২২ টন। মূলত, এরা ছিল তৃণভোজী। গাছ, লতাপাতা ও অন্যান্য যেসকল বৃক্ষ রয়েছে তাদের থেকে এটি পুষ্টি আহরণ করত। এর হজম প্রক্রিয়া ছিল অসাধারণ।
পোরোপট আরো জানান, অস্ট্রেলিয়ায় প্রাপ্ত কোন ডাইনোসরের সম্পূর্ণ প্রাপ্ত ফসিলের মাঝে এটি অন্যতম। এর নাম রাখা হয়েছে সাভান্নাসরাস এলিওটরাম। এর কারণ হচ্ছে, সাভান্নায় এই ডাইনোসর প্রথম পাওয়া গিয়েছিল ও এলিওট হচ্ছেন প্রথম ব্যক্তি যিনি এর হাড় দেখতে পেয়েছিলেন।
সূত্রঃ Livescience.com