আমরা যারা যারা এন্ড্রয়েড ব্যবহার করি, তাদের জন্য ফ্রি অ্যাপ খুবই প্রয়োজনীয়। এর কারণ হচ্ছে, এন্ড্রয়েড অ্যাপের মাধ্যমে আমরা আমাদের দৈনন্দিন কাজগুলো খুব ভালোভাবেই সমাধান করতে পারি। এদের মধ্যে যেমন রয়েছে ফ্রি এন্ড্রয়েড ক্যামেরা অ্যাপ, আবার রয়েছে ফটো এডিটর অ্যাপ। যারা যারা এন্ড্রয়েডে গেম খেলতে পছন্দ করেন, তাদের জন্যও রয়েছে ফ্রি গেমিং অ্যাপ। আসুন জেনে নেয়া যাক কিছু ফ্রি এন্ড্রয়েড অ্যাপের কথাঃ
১) ক্যামেরা এফভি-৫ঃ

ছবি সূত্রঃ গুগল
এটি আপনার ফোনকে একেবারে ডিএসএলআর বানিয়ে দেবে, এমনটি মনে করবার কোন কারণ নেই তবে এটি কম কিছুও করবে না। এর মাধ্যমে আপনি অটো ফোকাসে নানা ধরণের ছবি তুলতে পারবেন, পাবেন নানা ধরণের ফিল্টার।
২) স্ন্যাপস্পিডঃ

ছবি সূত্রঃ গুগল
এটি হচ্ছে একটি এন্ড্রয়েড ফটো এডিটর। এই এডিটরের সাহায্যে আপনি যেমন আপনার ছবিকে করতে পারবেন আকর্ষনীয়, ঠিক তেমনি নষ্ট হয়ে যাওয়া ছবি কিংবা ঘোলাটে হয়ে যাওয়া ছবিকে করে তুলতে পারবেন ঝকঝকে করে তুলতে।
৩) স্টপ মোশন স্টুডিও প্রোঃ

ছবি সূত্রঃ গুগল
নাম শুনেই বুঝতে পারছেন এটি একটি মোশন অ্যাপ। এই অ্যাপের সাহায্যে আপনি আপনার তৈরি করা ছবিকে মোশনের মাধ্যমে নতুন একটি মাত্রা দিতে পারবেন। আবার এতে নানা ধরণের গান, অ্যানিমেশন এবং গ্রাফিক্স সংযোজন করতে পারবেন।
৪) কস্টিকঃ
মূলত এটি একটি মিউজিক মেকিং অ্যাপ। কী বোর্ড সহ এতে নানা ধরণের উপাদান থাকবে যার মাধ্যমে আপনি আপনার পছন্দসই গান নিজেই তৈরি করে নিতে পারবেন, হয়ে যেতে পারবেন নিজেই নিজের গানের কম্পোজার।
৫) পাওয়ারডিরেক্টরঃ

ছবি সূত্রঃ গুগল
এটি একটি ভিডিও মেকিং অ্যাপ। ওয়াটারমার্কসহ এই অ্যাপটি আপনি ক্রয় করতে পারবেন তবে যদি না চান তাহলেও রয়েছে অপশন। এন্ড্রয়েডে আপনি এই অ্যাপের সাহায্যে ভিডিও তৈরি করতে পারবেন। এছাড়াও এতে রয়েছে ফোর কে ভিডিও মেকিং অপশন।
তথ্যসূত্রঃ স্টাফ ডট কম