আমরা কিন্তু সবাই ফেসবুকে চ্যাট করে অভ্যস্ত কিন্তু চ্যাট বক্সের ম্যাসেজ ডিলিট করতে যাবার সময় বোঝা যায় কতো ধানে কতো চাল। এমন অনেক এমারজেন্সি মুহূর্ত আছে যখন তাড়াহুড়ো করে সব ম্যাসেজ ডিলিট করতে হয় আর তখনি পড়তে হয় ফাপরে।
আপনাকে যাতে এমন পরিস্থিতে আর না পড়তে হয় সে জন্য আজের টিপস-
যেভাবে খুব সহজেই আপনার ইনবক্সের সকল ম্যাসেজ ডিলিট করবেন?-
১। প্রথমে গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করে এই এক্সটেনশন টি ডাউনলোড করে নিন।
২। এবার ফেসবুক ওপেন করুন ম্যাসেজ অপশনে যেয়ে সি অল ম্যাসেজ করুন।
৩। এবার দেখুন আপনার ব্রাউজারের ঠিক ডান পাসে একটি এক্সটেনশন বার এসেছে।
৪। সেখানে ক্লিক করে লাঞ্চ করুন।
৫। এবার ক্লিক ওকে টু কনফ্রম একশন।
৬। এবার দেখুন আপনার সব ম্যাসেজ হাওয়া হয়ে গেছে।
এই একই ভাবে আপনি মোজিলা ফায়ারফক্সে কাজটি করতে পারবেন। সে জন্য আপনাকে এই অ্যাডঅন টি ডাউনলোড করতে হবে।
হ্যাপি ফেসবুকিং 🙂
Pc thaka Ja kono phona call kora jay amon kono softwere aca Free.