একবারে ১০৩ টি স্যাটেলাইট মহাকাশে পাঠানো হবে!এবার এক যাত্রায় ১০৩ টি স্যাটেলাইট মহাকাশে পাঠিয়ে দ্রুত রেকর্ড করতে চলেছে ভারতের ইসরো। ফেব্রুয়ারির প্রথম সপ্তাহেই পিএসএলভি-সি৩৭ এর সাহায্যে এই ১০৩ টি স্যাটেলাইট পাঠানো হবে। অন্যদিকে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর স্বপ্নের সাউথ এশিয়ার স্যাটেলাইট প্রজেক্টও মার্চ মাসে লঞ্চ করতে যাচ্ছে।

জানা যায়, এই ১০০টি কৃত্রিম উপগ্রহের মধ্যে বেশিরভাগই বিদেশি। এর মধ্যে আমেরিকা ও জার্মানির স্যাটেলাইটও রয়েছে। ইসরোর লিকুইড প্রোপালসন সিস্টেম সেন্টারের ডিরেক্টর এস সোমনাথ এ কথা জানিয়েছেন। জানুয়ারিতেই ৮০টি স্যাটেলাইট নিয়ে মোট ৮৩টি স্যাটেলাইট মহাকাশে পাঠানোর কথা ছিল ইসরোর। কিন্তু আরো ২০টি স্যাটেলাইট এর সঙ্গে যুক্ত হওয়ায় লঞ্চিং পিছিয়ে ফেব্রুয়ারি করা হয়। পিএসএলভি’র মোট ওজন ১৩৫০ কেজি। ভারতের মহাকাশ গবেষণায় এটি মাইলস্টোন হবে বলে মনে করা হচ্ছে। সূত্র: এই সময়।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here