ছবিটা দেখে আপনাদের কি মনে হচ্ছে? একটা আস্ত “বোইং ৭২৭” বাগানের ভেতরে পার্ক করে রাখা হয়েছে? আক্ষরিক অর্থে এমনি মনে হবে যদি কিনা আপনি বাকি ছবিগুলা দেখেন।
“ব্রুস ক্যম্বেল” নামের একজন ইঞ্জিনিয়ার তার বাড়ী বানানোর জন্য একটি পরিত্যাক্ত বিমান কেনে। জানেন এটি কিনতে তার কতো ডলার খরচ হয়েছে? পুরোপুরি ১ লক্ষ ডলার। অবাক করা ব্যপার হল এটি এয়ারপোর্ট থেকে তার জমিতে পর্যন্ত পৌঁছতে প্রায় সমপরিমাণ অর্থ খরচ হয়েছে। তিনি আবারো প্রমান করে দিলেন “সখের দাম লাখ টাকা”
ব্রুস বর্তমানে সেখানেই বসবাস করছে, ইভেন তার বাড়ী ঘর বলতে এখন এই “বোইং ৭২৭”। আসুন দেখি তার ঘড়ের মানে “বোইং ৭২৭” এর কিছু ছবি।
ব্রুসের ঘড়ের বাইরের চেহারা-
ঘড়ের প্রবেশ পথ-
প্রথমে তার ইচ্ছা ছিল প্লেনের মানে ঘড়ের ইন্টেরিওর ডিজাইন পরিবর্তন করবে কিন্তু পরে সে সব কিছু আগের মতোই রেখে দেয়-
ব্রুসের ঘড়ের দৈর্ঘ্য ১০৬৬ বর্গ ফুট-
প্লেনের ককপিট-
আরেকটি মজা ব্যপার হল প্লেনটিতে এখনো অরিজিনাল বাথরুম ব্যবহার করা হয়-