আন আইডেন্টিফাইং ফ্লাইং অবজেক্ট বা ইউ এফ ও নিয়ে আমরা সবাই কমবেশি কৌতুহলী। আসলেই কি এমন কিছু ছিল বা আছে? মহাবিশ্বে বুদ্ধিমান প্রাণী কি একমাত্র আমরাই নাকি আমাদের মতই জীব ছড়িয়ে আছে অন্য গ্রহ থেকে গ্রহান্তরে? থাকুক বা নাই থাকুক, এ নিয়ে আলোচনা সমালোচনা কিংবা বিতর্ক কম হয় নি। কেউ কেউ তো রীতিমত ছবি তুলে এনে ফ্লাইং সসারের অস্তিত্ব প্রমাণ করতে চেয়েছেন। তবে এই ছবিগুলো একেকটি বিস্ময়। ফটোশপ করা নাকি আলাদা কোন কারসাজি করা হয়েছে ছবিগুলোর মধ্যে সেটি একটি রহস্য।
তবে যতদিন পর্যন্ত এটি প্রমাণ না হবে, মানুষ মেতে থাকবে ইউ এফ ও নিয়ে। তাদের একটি ছবি নিয়ে আজকের এই আয়োজনঃ

ওপরের ছবিটি তলা হয় পূর্ব উনসকেট, রোড আইল্যান্ডে। ছবিটি তোলেন হ্যারোল্ড ট্রুডেল। ছবিতে যে ইউ এফ ও দেখা যাচ্ছে সেটি একটি গম্বুজাকৃতির ইউ এফ ও এবং নিচের দিক থেকে একটু বিস্তৃত। ট্রুডেল মনে করতেন যে ভিনগ্রহের প্রাণীদের সাথে তার মানসিক যোগাযোগ ছিল এবং তারা টেলিপ্যাথি যোগে তাকে সব খবরাখবর প্রেরণ করত। এমনকি পৃথিবীতে তারা কবে আসবে, সে খবরও জানিয়েছিল টেলিপ্যাথির মাধ্যমে।
সূত্রঃ Educatinghumanity.com