আমাদের দেশে বেশিরভাগ কম্পিউটারে অপারেটিং সিসটেম হিসেবে আছে উইন্ডোজ। উইন্ডোজের ডেস্কটপের নিচের দিকে আড়াআড়িভাবে সমান্তরাল যে বারটি আছে, এটি বলা হয় টাস্কবার। আর টাস্কবারের একদম বাম কোনায় থাকা বাটনের নাম স্টার্ট বাটন, যা আমরা সবাই জানি। স্টার্ট বাটনে Start নামটি দেখতে দেখতে আপনি হয়তো বিরক্ত। আপনি চান এটি পরিবর্তন করে আপনার নাম লেখতে বা অন্য কিছু? তাই না? আপনার জন্যই তাহলে আমার এই পোস্ট।
স্টার্ট মেনুর নাম পরিবর্তন করতে হলে আপনাকে উইন্ডোজের Explorer.exe ফাইলটি মডিফাই করতে হবে। আর এর জন্য ‘রিসোর্স হ্যাকার’ নামের একটি সফটওয়্যার প্রয়োজন হবে। এই লিংক থেকে সফটওয়্যারটি ডাউনলোড করুন ও ইনস্টল করুন। উইন্ডোজের যে কোন ফাইল বা ফোল্ডার পরিবর্তন করা অত্যান্ত ঝুঁকিপূর্ণ। কারণ ফাইলের সমস্যা হলে আপনার ব্যবহৃত উইন্ডোজটি নষ্ট হয়ে যেতে পারে। তাই এ কাজগুলো সতর্কতার সাথে করুন। পরিবর্তন জনিত কোন অঘটন ঘটলে লেখক দায়ী নয়।
১। প্রথমে রিসোর্স হ্যাকার সফটওয়্যারটি চালু করুন।
২। এরপর File Menu >>> Open এ ক্লিক করুন।
৩। C:\Windows\explorer.exe ফাইলটি খুলুন। এর আগে ফাইলটি ব্যাকআপ করে রাখুন।
৪। বামদিকের প্যানেল থেকে String Table >>>37 >>> 1033 >>> 578 কলামে যান।
৫। এবার Start এর পরিবর্তে Wonderboy লিখুন এবং Compile Script বাটনে ক্লিক করুন।
৬। আবার String Table >>> 38 >>> 1033 >>> 595 এ যান।
৭। Start এর পরিবর্তে Wonderboy লিখুন এবং Compile Script বাটনে ক্লিক করুন।
৮। এবার File >>> Save as এ ক্লিক করুন এবং wonderboyexplorer.exe নামে সেভ করুন।
৯। রিসোর্স হ্যাকার সফটওয়্যারটি বন্ধ করুন এবং রেজিষ্ট্রি এডিটর খুলুন (Start >>> Run এ গিয়ে Regedit লিখে এন্টার করুন)।
১০। HKEY_LOCAL_MACHINE\Software\ Micreosoft\Windows NT\CurrentVersion\Winlogon যান।
১১। ডান দিকে অনেকগুলো ফাইল দেখতে পাবেন, এখানে Shell নামের ফাইলটি ডাবল ক্লিক করুন।
১২। এবার explorer.exe এর পরিবর্তে wonderboyexplorer.exe লিখে এন্টার করুন এবং রেজিষ্ট্র এডিটর বন্ধ করুন।
সবশেষে কম্পিউটার রিস্টার্ট দিন।
রিসোর্স হ্যাকার ডাউনলোড লিংকঃ http://www.users.on.net/johnson/resourcehacker
ধন্যবাদ সবাইকে অনেক শুভেচ্ছা
মন্তব্য করা ছাড়া চলে যাবেন না……………..
উইন্ডোজ ৭ এ করা যাবে কি ।back4u ভাইকে ধন্যবাদ।
যাবে, আপনাকেও ধন্যবাদ…………..
হুমম…
হুমম……………. মানে কী????????????
এ রকম তথ্য দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। তবে এটা আনেক ঝুকিপূর্ণ কাজ। অনেক সময় নাম পরিবর্তন করতে যেয়ে বড় আকারে সমস্যা হয়ে যায় যার কারণে হয়তো পুরো উইন্ডোজ নতুন করে সেটাপ দিতে হয়। সে কারণে আমার মনে হয় নতুন কাউ এ কাজ করতে যেয়ে আমার কোন সমস্যায় পড়ে।
জ্বী স্যার, আমি আগেই এটি বলে দিয়েছিলাম, কোনরূপ সমস্যা হলে আমার কোন দোষ নেই………………
ধন্যবাদ আপনার মতামতের জন্য………………
কাজ টা করাটা বেশ রিস্ক এর।
জ্বী, একটু ভুলের জন্য আপনার ব্যবহৃত উইন্ডোজটি নষ্ট হয়ে যেতে পারে, ধন্যবাদ…………
আজাইরা কাজ…।
শেয়ার করার জন্য ধন্যবাদ
হ, এইডা এককারী আজাইরা কাম………..
জ্বী, এটি একদম ফালতু কাজ, ধন্যবাদ…………
i m md salim from dubai i m working as IT Administrator
can i get mobile number of writer. i want to talk with him for business.
খুব ভাল লেগেছে। thanks……….
আপনাকেও Thanks……………………..
kajta asola kothin abar upokari bota
আমার দরকার নেই ভাই ভয় লাগে৹৹৹ জালাল
উইন্ডোজের স্টার্ট বাটনের নাম পরিবর্তন করুন : বিজ্ঞান ☼ প্রযুক্তি
anikmxqzvki
nikmxqzvki http://www.gle4xvns4pq7748579r0249kygqq7q10s.org/
[url=http://www.gle4xvns4pq7748579r0249kygqq7q10s.org/]unikmxqzvki[/url]
I really like the quality of the shoes and the overall quality of the store. Store X is an all around high-quality establishment.
Wholesale Jordans Shoes
BIDU – latest company news, stock quote, historical share prices, splits, options, earnings, estimates, ratings, cash flow and market valuation for Baidu Inc. ADS.
baidu
cultivator In my opinion the controllable inventory crashes eventually, definitely not upwards. Pulling is really an actually current demanding Sustaining products on hand উইন্ডোজের স্টার্ট বাটনের নাম পরিবর্তন করুন : বিজ্ঞান ☼ প্রযুক্তি is a hard enterprise. Compared to various other Pulling is actually an ever before existing dilemma. Spoilage requires place by natural means the greater time backpacks are inside the store. And with new services Canada Goose Outlet generally staying launched into your Jordan Kors Totes present-day comfort keep, obsolescence Eileen Kors Electric outlet Online isinvestment strategies, the price of your respective and you’ll undoubtedly Preserving products on hand generally is a demanding Canada Goose Outlet enterprise. Rather than different purchases, the price of the products on hand falls with time, definitely not upward. do well. Are unsuccessful at it with no subject simply how much currently employed, the Eileen Kors Wall socket probabilities with getting good results is going to be thin.