খুবি সাম্প্রতিক সময়ে পৃথিবীর বিখ্যাত মাইক্রোপ্রসেসর নির্মাতা কোম্পানি ইন্টেল তাদের ইন্টেল কোর আই ৭ এর সর্ব শেষ সংস্করণ টি বাজারে এনেছে। যার মডেল হচ্ছে, Core™ i7-990X processor Extreme Edition। ইন্টেলের মতে এটি হচ্ছে বর্তমান বিশ্বের সবচাইতে, স্মার্ট এবং দ্রুত গতির মাইক্রোপ্রসেসর। এই প্রসেসর টি ইন্টেলের X58 এক্সপ্রেস চিপসেট বেজড মাদারবোর্ড এর সাথে কাজ করে।
3D গেমিং এবং সুপার মাল্টি টাস্কিং এর কথা মাথাতে রেখে এই প্রসেসরটিতে, ছয় টি কোর ও বারোটি থ্রেড আছে, যা আপনাকে দিতে পারে আল্টিমেট গেমিং এর স্বাদ।
এক নজেরেঃ
- মডেলঃ Core™ i7-990X processor Extreme Edition
- কোড নেমঃ গলফটাউন
- কোর স্পীডঃ ৩.৪৬ গিগাহার্জ (৩৪৬০ মেগাহার্জ), যা ইন্টেল টার্বো বুস্ট টেকনোলজির সাহায্যে ৩.৭৫ গিগাহার্জ পর্যন্ত স্পীড তুলতে সক্ষম। এছাড়া, এই প্রসেসর টিকে সফটওয়্যার এবং ম্যানুয়ালি দুভাবেই ওভার ক্লকিং করা সম্ভব।
- কোর এবং থ্রেডঃ ছয় টি কোর ও বারোটি থ্রেড আছে।
- ক্যাশঃ ১২ মেগাবাইটের স্মার্ট ক্যাশ মেমোরি।
- ফ্রন্ট সাইড বাস স্পীডঃ প্রচেসসরটির এফএসবি বা ফ্রন্ট সাইড বাস স্পীড, তিন চ্যানেল DDR3 টেকনোলজির ১০৬৬ মেগাহার্জ।
- আর্কিটেকচারঃ ৩২ ন্যানোমিটার।
- পাওয়ারঃ ১৩০ ওয়াট।
আসুন এবার ইন্টেল এর এই প্রসেসর টির ফিচার গুলো দেখে নেয়া যাকঃ
- মাল্টি কোর প্রসেসর
- আন লকড কোর মাল্টিপ্লায়ার
- ইন্টেল টার্বো বুস্ট টেকনোলজি
- ইন্টেল হাইপার থ্রেডিং টেকনোলজি
- ইন্টেল স্মার্ট ক্যাশ
- ইন্ট্রিগেটেড মেমোরি কন্ট্রোলার
- এনক্রিপশন / ডিক্রিপশন এক্সেলারেশন
- ইন্টেল অ্যাডভান্স ভেক্টর
- বিল্টইন ভিজুয়ালস
চাইলে সম্পূর্ন প্রডাক্ট ডিটেলস টি এখান থেকে ডাউনলোড করে নিতে পারেন।
অনেক কিছুই বলা হলো, কিন্তু এই Core™ i7-990X এর দাম টা মনে হয় বলা হয় নি। ৯৯৯ ডলার থেকে শুরু করে ১০৪৮ ডলারের মধ্যে পাবেন। অর্থ্যাৎ বাংলাদেশি টাকায় এর দাম পড়বে, ৬৯,৯৩০ টাকা থেকে ৭৩,৩৬০ টাকার মধ্যে (১ ডলার = ৭০ টাকা)।
হুম, অনেক দাম…… কিন্তু এই Core™ i7-990X processor Extreme Edition টি বের হবার কারণে একটি সুবিধা হয়েছে, আর তা হচ্ছে, ইন্টেল এর অন্যান্য প্রসেসর (Core i7 9xx) এর দাম কিন্তু কমে গেছে।
কেমন লাগল আমার এ পোস্ট টি, দয়া করে মন্তব্যের ঘরে লিখতে ভুলবে না যেন।
বিঃদ্রঃ আমি খুবি দুঃখিত যে খুব কম সময়ের মধ্যে এই পোস্ট টি কে সম্পূর্ণ করা হয়েছে।