১৮ মার্চ ২০১৬, শুক্রবার সিঙ্গাপুরে অনুষ্ঠিত ইন্টারন্যাশনাল সফটওয়্যার টেস্টিং কোয়ালিফিকেশন বোর্ডের (আই,এস,টি,কিউ,বি) জেনারেল এসেম্বলিতে বাংলাদেশ বোর্ডের একটি প্রতিনিধি দল অংশ নেন। প্রতিনিধিদলের নেতৃত্ব দেন বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের নির্বাহী পরিচালক (অতিরিক্ত সচিব) এইচ এম আশরাফুল ইসলাম। প্রতিনিধিদলে অন্যান্যের মধ্যে ছিলেন কম্পিউটার কাউন্সিলের পরিচালক (প্রশিক্ষণ) ইঞ্জিনিয়ার এনামুল কবীর এবং বাংলাদেশ বোর্ডের জেনারেল সেক্রেটারী ও ড্যাফোডিল ইন্টারন্যাশনাল একাডেমির নির্বাহী পরিচালক মোহাম্মদ নূরুজ্জামান। কোয়ালিটি সফটওয়্যার ডেভেলপমেন্টের ক্ষেত্রে টেস্টিং একটি অতি গুরুত্বপূর্ন বিষয়। সফটওয়্যারের উচ্চমান বজায় রাখার ক্ষেত্রে বিশ্বব্যাপী শতাধিক দেশের সমন্বয়ে গঠিত আইএসটিকিউবি সফটওয়্যার টেস্ট ইঞ্জিনিয়ারিং এ জনসম্পদ তৈরি ও এর মান নির্ধারনের কাজ করে যাচ্ছে। বাংলাদেশ বোর্ড ও আইএসটিকিউবি’র একজন সদস্য। প্রতিনিধিদলটি উক্ত সভায় জেনারেল এসেম্বলিতে অংশগ্রহণ ছাড়াও আইএসটিকিউবি’র প্রেসিডেন্ট গুল্টিয়ারেজ বাজানা এবং জার্মানী, ইন্ডিয়া, আমেরিকান বোর্ডের প্রেসিডেন্টের সাথেও পৃথক পৃথক বৈঠকে মিলিত হন। প্রত্যেকেই সফটওয়্যাররের ক্ষেত্রে বাংলাদেশের সাম্প্রতিক ডেভেলপমেন্টের প্রশংসা করেন এবং সফটওয়্যারের উচ্চমান বজায় রাখার ক্ষেত্রে তাদের সহযোগিতার কথা পুর্নব্যক্ত করেন। সরকারী পর্যায়ে আইএসটিকিউবি’র জেনারেল এসেম্বলিতে অংশগ্রহণ বাংলাদেশের সফটওয়্যার খাত আরেক ধাপ এগিয়ে যাবে বলে আশা করা যাচ্ছে।
ক্যাপশান: ছবিতে বাম থেকে মোহাম্মদ নুরুজ্জামান, গুল্টিয়ারেজ বাজানা, এইচ এম আশরাফুল ইসলাম এবং ইঞ্জিনিয়ার এনামুল কবীর।
মো: মজিবুর রহমান খোকন
সহকারি পরিচালক (জনসংযোগ)