গত ১৮ই মার্চ ২০১৬, রোজ শুক্রবার ইন্টারন্যাশনাল সফটওয়্যার টেস্টিং কোয়ালিফিকেশন বোর্ডের (আই,এস,টি,কিউ,বি) জেনারেল এসেম্বলিতে বাংলাদেশ বোর্ডের একটি প্রতিনিধি দল অংশগ্রহন করে। প্রতিনিধিদলের নেতৃত্ত্ব দেন বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের নির্বাহি পরিচালক (অতিরিক্ত সচিব) জনাব এইচ এম আশরাফুল ইসলাম। প্রতিনিধিদলে অন্যান্যের মধ্যে ছিলেন কম্পিউটার কাউন্সিলের পরিচালক (প্রশিক্ষন) ইঞ্জিনিয়ার এনামুল কবীর এবং বাংলাদেশ বোর্ডের জেনারেল সেক্রেটারী ও ড্যাফোডিল ইন্টারন্যাশনাল একাডেমির নির্বাহি পরিচালক জনাব মোহাম্মদ নূরুজ্জামান। কোয়ালিটি সফটওয়্যার ডেভেলপমেন্টের ক্ষেত্রে টেস্টিং একটি অতি গুরুত্বপুর্ন বিষয়। সফটওয়্যারের উচ্চমান বজায় রাখার ক্ষেত্রে বিশ্বব্যাপী শতাধিক দেশের সমন্নয়ে গঠিত আই,এস,টি,কিউ,বি সফটওয়্যার টেস্ট ইঞ্জিনিয়ারিংএ জনসম্পদ তৈরী ও এর মান নির্ধারনে কাজ করে যাচ্ছে। বাংলাদেশ বোর্ডও আই,এস,টি,কিউ,বি’র একজন সদস্য। প্রতিনিধিদলটি উক্ত সভায় জেনারেল এসেম্বলিতে অংশগ্রহন ছাড়াও আই,এস,টি,কিউ,বি’র প্রেসিডেন্ট গুল্টিয়ারেজ বাজানা এবং জার্মানী, ইন্ডিয়া, আমেরিকান বোর্ডের প্রেসিডেন্টের সাথেও পৃথক পৃথক বৈঠকে মিলিত হন। প্রত্যেকেই সফটওয়্যারের ক্ষেত্রে বাংলাদেশের সাম্প্রতিক ডেভেলপমেন্টের প্রশংসা করেন এবং সফটওয়্যারের উচ্চমান বজায় রাখার ক্ষেত্রে তাদের সহযোগিতার কথা পুনর্ব্যক্ত করেন। সরকারী পর্যায়ে আই,এস,টি,কিউ,বি’র জেনারেল এসেম্বলিতে অংশগ্রহন বাংলাদেশের সফটওয়্যার খাত আরেক ধাপ এগিয়ে যাবে বলে আশা করা যাচ্ছে।
ছবিতে বাম থেকে জনাব মোহাম্মদ নূরুজ্জামান, গুল্টিয়ারেজ বাজানা, এইচ এম আশরাফুল ইসলাম এবং ইঞ্জিনিয়ার এনামুল কবীর।