গুগলের ব্রান্ড নিউ সোশ্যাল নেটওয়ার্কিং সিস্টেম গুগল + এর প্রত্যাবর্তনের পর থেকে সোশ্যাল নেটিজেনদের মধ্যে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে। অনেকের ভাষ্য গুগল + ফেসবুককে এবার কঠিনভাবে টক্কর দিবে। পূর্বের বিভিন্ন প্রোডাক্ট ব্যার্থ হলেও গুগল + অনলাইন মাত করবে বলে অনেকের ধারণা। ফেসবুকের সাথে ইতোমধ্য তুলনা শুরু করে দিয়েছে সমালোচকরা।
সোশ্যাল নেটওয়ার্কিং সিস্টেম দুইটির মধ্যেকার তফাৎ জানতে প্রযুক্তি বার্তা এর সৌজন্য একটি ইনফোগ্রাফ তৈরী করা হয়েছে। তুলনামূলক এই গ্রাফ চিত্রটি ফেসবুক ও গুগল + এর মধ্যেকার বিভিন্ন পার্থক্য, সুবিধা-অসুবিধাসমূহ তুলে ধরা হয়েছে। চলুন দেখে আসি বাংলাতে তৈরী করা এই ইনফোগ্রাফটি-
গ্রাফের মূল ডিজাইনটি করেছেন- Aman Arora [TheTechAddicts.com]
সম্পূর্ণ গ্রাফটি বাংলায় রূপান্তর ও কাস্টমাইজ করেছেন- খালিদ হাসান
দারুন…………..খালিদ ভাই ধন্যবাদ
ই আর ওয়েলকাম! 😛
জটিল হইছে…।।
তাহলে জটিল একটা ওয়েলকাম! 😆
খালিদ ভাই জটিল নয় তবে পুরাই জটিল
ইনফোগ্রাফটা তৈরীর সময় ভালোই ভয়তে ছিলাম। যাই হোক আপনাকে অনেক ধন্যবাদ। 🙂
সবই ঠিক আছে। কিন্তু ফ্রেন্ড বানামু কিভাবে? সব ফ্রেন্ডই তো ফেসবুকে, গুগলে কেউ নাই!!
ফেসবুকে প্রথম জয়েন করে যেভাবে ফ্রেন্ড তৈরী করেছিলেন ঠিক সেভাবেই করুন। আপনার বন্ধুরা গুগল+ এ না থাকলে তাদের ইনভাইট করুন। তারপর তাদেরকে সার্কেলে টেনে আনুন। অথবা যত পারেন তত সার্চান। :lol::lol: