বাংলাদেশে এই প্রথম মোবাইলের উপরে বিশাল তথ্য সমৃদ্ধ ওয়েবসাইট আসছে। সাইটটিতে মোবাইলের ধরন অনুসারে ভাগ করে বিভিন্ন মডেলের মোবাইল রিভিউএর ব্যবস্থা আছে। এখানে মোবাইলের বাংলাদেশি বাজার দরও দেওয়া আছে ফলে ক্রেতারা সহজেই বাংলাদেশের বাজার সম্পর্কে জানতে পারবে। সফটওয়্যার ও গেম ডাউনলোড সেকশনটি সুন্দরভাবে সাজানো হয়েছে।এখানে সফটওয়্যারের সুবিধা ও ব্যবহার পদ্ধতিও সুন্দরভাবে লেখা আছে। সরাসরি মোবাইল সফটওয়্যার ডাউনলোড করতে অনেক সুবিধা এনে দিবে আপনাকে।

mobilebazar.net

মোবাইলের খবরে থাকবে দেশের মোবাইলের খবরাখাবর, মোবাইল ব্লগে উম্মুক্তে আলোচনার ব্যবস্থা আছে। ক্রয় বিক্রয় অংশে নতুন ও পুরাতন মোবাইল বিক্রির ব্যবস্থা থাকবে।

সাইটটির প্রায় সব কাজ শেষ। এখন শুধু ডাটা ইনপুট হবে। এটি হবে বাংলাদেশে সবচাইতে বড় অনলাইন মোবাইল শোরুম। সাইটটি জুলাইয়ের ১ তারিখ থেকে সম্পূর্ণ তথ্যসহ আসবে।এখন ভিতরে যে তথ্য আছে তার সব ডেমো।

সাইটের লিংক mobilebazar.net

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here