আমাদের ঘরে অনেকেরই পোষা প্রাণী রয়েছে। কেউ শখ করে বেড়াল পুষে থাকেন, আবার কেউ বা কুকুর। নানা জাতের পাখিও কারো কারো ঘরের খাঁচায় শোভা পায়।
আলাস্কা হাইওয়ে নিউজ নামের একটি পত্রিকা একটি অভিনব উপায় বের করেছে যার ফলে দক্ষিণাঞ্চলে যেসব মানুষ থাকে, তারা যেন সহজেই তাদের ইচ্ছেমত পোষা প্রাণীটি বেছে নিতে পারে। প্রত্যেক সপ্তাহে তারা একটি বিজ্ঞাপন শুরু ছাপাবে এবং সে বিজ্ঞাপনে সংশ্লিষ্ট প্রাণীটির নানা ধরণের বর্ণনা ও কেন এটিকে মানুষ তাদের ঘরে নেবে তার বর্ণনা দেয়া থাকবে।
যেমন এ সপ্তাহে বলা হয়েছে “প্যানকেক” এর কথা। এটি একটি খরগোস। তারা তাদের বিজ্ঞাপনে বলেছে যে কেউ যদি তাদের ঘরে খরগোস পোষার কথা ভেবে থাকে, তাহলে তারা নিশ্চিন্তে প্যানকেককে তাদের ঘরে নিয়ে যেতে পারে।

বিজ্ঞাপনে আরো বলা হয়েছে প্যানকেক খুব মিশুকে, খুব সহজেই মানুষের আপন হয়ে যেতে পারে এবং সে পরিষ্কার থাকতে পছন্দ করে।
নর্থ আটলান্টিকের মানুষজন এই অভিনব পন্থাটিকে স্বাগত জানিয়েছে
সূত্রঃ Alaskahighwaynews.ca