ধারনাটি ঠিক ২০১২ সালের দিকের, তখন থেকেই চেষ্টা চলছিলো এমন কিছু তৈরি করার যেটি মানুষের বিকল্প বা মানুষের পাশাপাসি কোন যুদ্ধে অংশগ্রহণ করতে পারে। অবশেষে হয়তো সে চিন্তা ভাবনা সত্যি হতে চলেছে।

সৈনিক দের যুদ্ধে যাবার সময় বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হয় যেমন, দিনের পরে দিন যখন তাদের যুদ্ধক্ষেত্রে থাকতে হয় তখন দিনের বেশীর ভাগ সময় তাঁরা  খেয়ে সময় পার করে। কারন একজন সৈনিক খুব বেশি খাবার তার সাথে বহন করতে পারে না। তার ওপরে আবার তাকে অনেক গোলা বারুদ বহন করতে হয়। এই যখন পরিস্থিতি তখন এই রোবট কুকুরের প্রয়োজন সত্যি অনেক।

LS3-AlphaDog_reduced

রোবটটি সৈনিকদের সাথে রাখার আরও একটি কারন হল। যুদ্ধ ক্ষেত্রে অনেক সময় দেখা যায় শত্রু পক্ষ গোপনে বা মাটির নিচে শক্তিশালী বোমা পেতে রাখে। তখন এই রোবট সৈনিকের আগে আগে যেয়ে সেই বোমাটি খুঁজে বের করে দিবে। সাথে সাথে অস্ত্র ও গোলাবারুদ বহন করতে এই রোবটের কোন জুড়ি নেই। রোবটটি আসল কুকুরের মতো তার মালিক কে অনুসরণ করবে। এবং এটি অনেক দুর্গম পাহাড় বা আঁকাবাঁকা রাস্তা দিয়েও চলতে পারবে। বাদবাকি ভিডিওটি দেখলে আপনারা পুরো বিষয়টি পরিস্কার হয়ে যাবেন।

ইউএস আর্মিদের পরিকল্পনা হল ভবিষ্যতে তাঁরা এই রোবটকে সরাসরি কাজে লাগাবে। কিন্তু বাস্তবতার ভিত্তিতে কথাটা কতটুকু কাজে দেবে সেটিই এখন দেখার ব্যাপার।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here