আমার মতে এমন কোন ফাইল বা দরকারি জিনিশ নেই যেটা আপনি টরেন্ট সাইটে পাবেন না। আর যেকোনো টরেন্ট ফাইল ডাউনলোড করার জন্য “kickass.to” অনেক বেশী জনপ্রিয় এবং আমার কাছে সব থেকে বেশী পছন্দের। কিছুদিন আগে আমরা পোস্ট করেছিলাম “১০টি সেরা টরেন্ট সাইটের” নাম নিয়ে। চাইলে এই লিংক থেকে দেখে আসতে পারেন।
এখন কাজের কথায় আসা যাক। কিভাবে কাজটি করবেন?
তার আগে মনে রাখবেন IDM দিয়ে আপনি যেকোনো ধরনের ডাউনলোড সর্বচ্চ ৫X গতিতে করতে পারবেন। আপনার নেট লাইনের সর্বচ্চ ব্যবহার একমাত্র IDM ই করতে পারবে।
প্রথমে kickass.to থেকে আপনার পছন্দের ফাইলটির লিংক কপি করুন। নিচের ছবিতে যেভাবে দেখানো হয়েছে সেভাবে।
এবার এই সাইটে যেয়ে সেখানে লিংকটি পেস্ট করুন এবং GO বাটনে ক্লিক করুন।
কিছুক্ষণ অপেক্ষা করার পর দেখবেন যে সেখানে নতুন ডাউনলোড লিংক চলে এসেছে।
এবার খুব সহজেই সেখান থেকে আপনার পছন্দরের ফাইলটি ডাউনলোড করে নিন।
কতোই না ইজি প্রোসেস। এখন শুধু আপনাকে ট্রাই করতে হবে। কাজটি করতে কোন সমস্যা হলে কমেন্ট করবেন, আর যদি ভালো লাগে তবে অবশ্যই পোস্টটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন।
এখানে উল্লেখ্য যে ফ্রি অ্যাকাউন্ট দিয়ে সর্বচ্চ ১ জিবি সাইজের ফাইল ডাউনলোড করা জাবে। এর থেকে বেশী বড় সাইজের ফাইল ডাউনলোড করতে হলে তাদের পে করতে হবে।