ধরুন আপনি আপনার স্ত্রির সাথে প্রায় ১২ বছর সংসার করলেন তো একপর্যায়ে দেখা গেলো তার সাথে আর আপনার বনি-বনা হচ্ছে না, এবং শেষ মেস ডিভোর্স হয়ে গেলো। সুধু তাই না, কোর্ট নির্দেশ দিয়েছে যে, ডিভোর্সের পড়ে আপনার যত সম্পত্তি আছে সেগুলো আপনার বউ এর সাথে সমান ভাগে ভাগ করে নিতে।
এখন আপনি এখন কি করবেন? সহজ সমাধান হল ধিরে ধিরে জিনিষ পত্র গুলো সমান ভাগে ভাগ করে নিবেন অথবা সবকিছু বিক্রি করে সেগুলোর টাকা ভাগ করে নিবেন।
এর থেকে সুন্দর সমাধান আর কি হয়? কিন্তু এই লোকটা ঠিক তার উল্টাটা করেছে, তাদের ব্যবহৃত প্রায় সকল জিনিষ পত্র সে সমান ভাগে কেটে অর্ধেক করে তারপর সাবেক বউ এর সাথে ভাগাভাগি করে নিয়েছে। ঘটনাটি ঘটেছে জার্মানিতে। এবং শুধু তাই না, তার অর্ধেক করা জিনিসপত্র গুলো সে eBay তে বিক্রি করার জন্য পোস্ট ও করেছে।
হাতের কাছে যা পেয়েছে তাই সে অর্ধেক করেছে, যেমন, আইফোন, ল্যান্ডফোনে, বিছানা, পুতুল, চেয়ার এমন কি তাদের ব্যবহৃত কার গাড়িও অর্ধেক করে কাটতে একটুও দ্বিধা বোধ করেনি।
আর যাই হোক লোকটার এই উদ্ভট কর্মকাণ্ডের কারনে সে প্রায় পৃথিবীর অনেক নামি দামী মিডিয়ার দৃষ্টি আকর্ষণ করতে পেড়েছে। হয়তো এটায় তার সার্থকতা।
এবার চলুন তার কর্মকাণ্ডের কিছু অংশ দেখে নেয়া যাক-
এবার দেখুন তার কাটাকাটির ভিডিও-
সূত্রঃ এখানে