ঘুরে বেড়ানো আমরা কে না পছন্দ করি? সকলেই চাই নাগরিক জীবন থেকে একটু দূরে গিয়ে একটু স্বস্তির নিঃশ্বাস ফেলতে চাই সকলেই। কিন্তু কোথায় যাওয়া যায় বলুন তো? সারাদিনের জ্যাম কিংবা সময়- এই দুটোই আমাদের বাধ সাধে। একইসাথে রয়েছে দূরে কোথাও যাওয়া কিংবা কাছে কোথাও যাওয়ার ভয়। পরিবার পরিজন কিংবা বাচ্চাদের নিয়ে ঘুরে আসতে পারেন ঢাকার আগারগাঁও এর বিজ্ঞান জাদুঘর থেকে। সুন্দর একটি সময় কাটানোও হল, একইসাথে বিজ্ঞানের শিক্ষনীয় কিছু বিষয় জেনে আসতে পারবেন।

সূত্রঃ ইন্টারনেট
কেন যাবেন বিজ্ঞান জাদুঘরেঃ
প্রথম কথা হচ্ছে, বর্তমান যুগে শিশুদের বিজ্ঞানমনষ্ক হিসাবে গড়ে তোলা খুবই জরুরী। তাই তাদেরকে পড়াশোনার সাথে সাথে বিজ্ঞানশিক্ষা দেয়ার বিকল্প আর কিছু নেই। এক্ষেত্রে জাতীয় বিজ্ঞান জাদুঘরটি হতে পারে আদর্শ একটি স্থান। নানা বিষয় শিখবার সাথে সাথে বাচ্চারা হয়ে উঠবে বিজ্ঞানমনষ্ক এবং বিজ্ঞানের প্রতি আগ্রহী।
দ্বিতীয় কথা হচ্ছে, অনেকেই জানেন না আগারগাঁওতে একটি বিজ্ঞান জাদুঘর রয়েছে। এখানে একজন ব্যক্তিকে বিজ্ঞানের প্রতি আগ্রহ করবার যথেষ্ট উপকরণ রয়েছে।
তৃতীয়ত, বিজ্ঞান জাদুঘর আপনাকে সুযোগ করে দিচ্ছে রাতের আকাশ টেলিস্কোপের মাধ্যমে পর্যবেক্ষণেরর।
কি কি রয়েছে বিজ্ঞান জাদুঘরেঃ
বিজ্ঞান জাদুঘরে ক্যাটাগরী অনুযায়ী নানা ফিচার অনুযায়ী গ্যালারি রয়েছে। এদের মধ্যে রয়েছে-
১) ভৌত বিজ্ঞান গ্যালারী
২) শিল্প প্রযুক্তি গ্যালারী
৩) তথ্য প্রযুক্তি গ্যালারী
৪) মহাকাশ বিজ্ঞান গ্যালারী
৫) জীববিজ্ঞান গ্যালারী
৬) সায়েন্স পার্ক ও আরো অনেক কিছু।

সূত্রঃ ইন্টারনেট
বিজ্ঞান জাদুঘরে দেখতে পাবেন রাতের আকাশঃ
আমাদের সকলের একটি ইচ্ছা থাকে মনের মাঝে যে আকাশটাকে হাত বাড়িয়ে দেখি। কিন্তু তা আমাদের পক্ষে সম্ভব না। তবে বিজ্ঞানীরা আবিষ্কার করেছেন টেলিস্কোপ, যার সাহায্যে আপনি রাতের আকাশ দেখতে পাবেন। প্রতি শুক্র ও শনিবার সূর্যাস্ত থেকে এক ঘণ্টা আপনি জাদুঘরের মানমন্দির থেকে আকাশের গ্রহ নক্ষত্র দেখতে পাবেন। তবে বৃষ্টি থাকলে তা বাঁধা হয়ে দাঁড়াতে পারে। সারা মাস ধরে আপনি দক্ষিণ পশ্চিম আকাশে মঙ্গল ও শনি গ্রহ দেখতে পাবেন।
কবে কবে খোলা থাকে বিজ্ঞান জাদুঘরঃ
শনি থেকে বুধবার ঃ সকাল ৯ঃ০০ ঘটিকা থেকে বিকাল ৪ঃ৩০ঘটিকা পর্যন্ত
শুক্রবার ঃ সকাল ১০ঃ০০ ঘটিকা থেকে দুপুর ১২ঃ০০ ঘটিকা পর্যন্ত, দুপুর ২ঃ০০ ঘটিকা থেকে সন্ধ্যা ৬ঃ০০ ঘটিকা
বৃহস্পতিবার ঃ সাপ্তাহিক বন্ধ। প্রবেশ মূল্য – ১০ টাকা ( প্রতিজন)
আকাশ পর্যবেক্ষণ ঃ প্রতি শুক্র ও শনিবার সন্ধ্যা থেকে এক ঘন্টা
আকাশ মেঘমূক্ত থাকা সাপেক্ষে। প্রবেশ মূল্য – ১০ টাকা ( প্রতিজন)
তো আর দেরি কেন? ঘুরে আসুন আগারগাঁও থেকে। উপভোগ করুন রাতের আকাশ কিংবা বিজ্ঞানের সব মজার মজার কীর্তি।
সূত্রঃ nmst.gov.bd