সার্চ ইঞ্জিন জায়ান্ট গুগলের চালু করা সামাজিক যোগাযোগ সেবা গুগল প্লাসে ‘হ্যাঙ্গআউট’ নামে ভিডিও চ্যাটিংয়ের সুবিধা রয়েছে, ফেইসবুকের চেয়ে ব্যবহারকারীরা তাই গুগল প্লাসের দিকে বেশি ঝুঁকবেন বলেই প্রযুক্তি বাজার সংশ্লিষ্ঠ অনেকেই মন্তব্য করেছিলেন দুদিন আগে। তবে সেই মন্তব্য ফলার আগেই মিথ্যা হতে চলল! ‘ফেইসবুক ব্যবহারকারীরাই ভিডিও চ্যাটিংয়ে সবচেয়ে বেশি সুবিধা পাবেন, আর এটি চালু হচ্ছে আগামী সপ্তাহেই।’ এমনটিই বলছে তথ্যপ্রযুক্তিবিষয়ক অনলাইন সংবাদপত্রগুলো। (সূত্র ১, সূত্র ২)

সোশ্যাল মিডিয়া ব্লগ ম্যাশেবল জানিয়েছে, ‘ভিডিও চ্যাটিং সুবিধা চালুর জন্য গতবছর অনলাইন ফোনকল সেবাদাতা প্রতিষ্ঠান স্কাইপের সাথে চুক্তি করেছিল ফেইসবুক কর্তৃপক্ষ। এরপর বেশ কয়েকমাস পার হলেও ভিডিও চ্যাটিং নিয়ে অনেকটাই নিরব ছিলেন সংশ্লিষ্ঠরা। তবে এ সময়ে ভিডিও চ্যাটিংয়ের ডেভেলপিংয়ে বেশ উন্নয়ন হয়েছে। এখন প্রতিষ্ঠানটি চায় সেবাটি ব্যবহারকারীদের জন্য উন্মুক্ত করতে। এজন্য ৬ জুলাই সকাল দশটায় একটি আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনেরও আয়োজন করেছে ফেইসবুক কর্তৃপক্ষ। সংবাদ সম্মেলনে যে ফেইসবুক ভিডিও চ্যাটিং সেবাই উদ্বোধন করা হবে, এমনটি নিশ্চিত করেনি ফেইসবুক বা স্কাইপের কর্মকর্তারারা। তবে আমাদের সোর্স বিষয়টি নিশ্চিত করেছেন।’

ফেইসবুকের সিয়াটল অফিসের প্রকৌশলীরা ভিডিও চ্যাটিং সেবাটি ডেভেলপ করেছেন বলে খবর প্রকাশ করেছে টেকক্রাঞ্চ। ফিচারটি চালু হলে ব্যবহারকারীরা একে অপরের সাথে ভিডিও চ্যাটিং করার সুযোগ পাবেন। তবে ফেইসবুকের এ চ্যাটিং সুবিধাটি কিভাবে পাওয়া যাবে সেটি নিশ্চিত করেনি কেউ। এটির জন্য আলাদা সফটওয়্যার ইনস্টল করতে হবে নাকি ব্রাউজার থেকেই ভিডিও সেবা উপভোগ করা যাবে সেটিও নিশ্চিত নন কেউ, নিশ্চিত হতে অন্তত আরোও এক সপ্তাহ অপেক্ষা করতে হবে ব্যবহারকারীদের।

গণমাধ্যম কর্মীদের কাছে পাঠানো ফেইসবুকের আমন্ত্রণপত্র

ফেইসবুকের ভিডিও চ্যাটিং সুবিধাটি আপনার কি কি উপকারে আসবে? এটি ব্যবহারকারীদের মধ্যে কি ভালো সাড়া ফেলবে বলে মনে করেন? নাকি এটি গুগল প্লাস হ্যাঙ্গআউটের কাছে বাচ্ছা ছেলে হবে?? অবশ্য ভিডিও চ্যাটিংটি কেমন হতে পারে সেটি অনলাইনে অনেক ডিজাইনারই পূর্বাভাস দেয়ার চেষ্টা করেছেন। নিচের ডিজাইনটি প্রকাশ করেছে ম্যাশেবল। এটিতে ভিডিও চ্যটিং সেবাটি কেমন হতে পারে তা বোঝানো হয়েছে।

কেমন লাগছে ডিজাইনটি? এটি টুকু ইফেক্টিভ হবে আপনার জন্য? (অফিসিয়াল ডিজাইন নয়) মন্তব্যের মাধ্যমে আপনার মতামত জানার অপেক্ষায় রইলাম। 🙂

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here