গ্যালাক্সি এস৮ এর ব্যাপারে মুখে কুলূপ এঁটে রেখেছে স্যামসাং। কিন্তু এ নিয়ে গোপনে ঘাঁটাঘাঁটি ও গুঞ্জন থেমে নেই প্রযুক্তিবিশ্বে।

তথ্য ফাঁসকারীদের দাবি, ‘ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপ নিয়ে বাজারে আসবে গ্যালাক্সি এস৮। এই দুই রিয়ার ক্যামেরার মধ্যে আবার একটি হবে অ্যাপলের আইফোন ৭ প্লাসে জুড়ে দেয়া রিয়ার ক্যামেরার মতো।

চীনের সামাজিক যোগাযোগ মাধ্যম উইবো-তে ফাঁস হওয়া তথ্যমতে, আগামী বছরের শুরুতে প্রকাশ্যে আসবে গ্যালাক্সি এস৮ এবং এতে থাকবে ডুয়াল লেন্স।

১৩ সেপ্টেম্বর স্যামসাং গ্যালাক্সি এস৮ এর প্যাটেন্ট আবেদন করেছে, যাতে ইঙ্গিত আছে ফোনটিতে আইফোনের মতো অপটিক্যাল জুম ক্যামেরা থাকবে।

তথ্য ফাঁসকারীদের দাবি, গ্যালাক্সি এস৮ এর দুই রিয়ার ক্যামেরার জন্য আলাদা ‘জুম ইন’ ও ‘জুম আউট’ এর প্রযুক্তি জুড়বে স্যামসাং, যা ব্যবহারকারীদের উন্নত মানের ছবি তোলার অভিজ্ঞতা দেবে।

ডিভাইসটির আর কোনো কনফিগারেশনের তথ্য জানা যায়নি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here