SAMSUNG CSC

রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত হয়ে অ্যাভিরা পার্টনার স্ট্র্যাটেজিক মিটিং। অ্যাভিরার একমাত্র বাংলাদেশি পরিবেশক স্মার্ট টেকনোলজিস (বিডি) লিঃ এর উদ্যোগে আয়োজিত উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অ্যাভিরার এশিয়া ও মধ্যপ্রাচ্য অঞ্চলের বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার প্রদীপ্ত ভৌমিক, স্মার্ট টেকনোলজিসের বিক্রয় মহাব্যবস্থাপক জাফর আহমেদ এবং বিপনন ব্যবস্থাপক মুজাহিদ আলবেরুনী সুজন। অনুষ্ঠানে ঢাকার বিভিন্ন এলাকার অ্যাভিরা রিসেলার প্রতিষ্ঠানের প্রতিনিধিদের বিভিন্ন টেকনিক্যাল প্রশ্নের উত্তর দেন অ্যাভিরা প্রতিনিধি প্রদীপ্ত ভৌমিক।  তিনি বলেন, রিয়েল ওয়ার্ল্ড প্রটেকশন, পারফর্মেন্স টেস্ট এবং ফাইল ডিটেকশন এই তিনটি ক্যাটাগরিতেই বর্তমানে বিশ্বের এক নাম্বার অ্যান্টিভাইরাস ব্রান্ড অ্যাভিরা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here