আপনি যদি ম্যাক ইউজার হন তবে ইতিমধ্যে হয়তো খেয়াল করেছেন আইওএস ৯ আপডেট এসেছে। আর নতুন আপডেট মানেই নতুন কিছু, কথাটির ধারাবাহিকতা রেখে অ্যাপেল তাদের নতুন আপডেটে অনেক কিছুই নতুন অ্যাড করেছে। যেমন, মাল্টিটাস্কিং টুলস ইত্যাদি।
কিন্তু সমস্যা হচ্ছে অনেকেই তাদের ডিভাইসে নতুন আইওএস আপডেট করতে পারছে না, আর তাদের জন্যই আজকের এই পোস্ট।
আপনার আইফোন বা আইপ্যাডে নতুন আপডেট দেয়া খুবই সোজা এবং কর্তিপক্ষ এটি একই সাথে সব গুলো দেশের জন্য রিলিজ করেছে। আপনাকে শুধু নিচে দেয়া স্টেপ গুলো ফলো করতে হবে এবং সে অনুযায়ী কাজ করতে হবে।
#প্রথমে সেটিংস অপশনে যান এবং সেখান থেকে জেনারেল সেটিংস।
#এবার আপনি নতুন আপডেটের বিস্তারিত দেখতে পাবেন।
#এবার নিচে ছবিতে দেয়া অনুযায়ী ডাউনলোড করে ইন্সটল করে নিন। আর ব্যবহার করতে থাকুন অ্যাপেলের লেটেস্ট ওএস।
ওয়েট ওয়েট এখানেই শেষ না কারন উপরে দেয়া পদ্ধতি অনুযায়ী আপানর ডিভাইস আপডেট নাও হতে পারে। তখন কি করবেন?
#প্রথমে আপনার পিসি অন করে সেখানে আইটিউন টুলসটি ওপেন করুন এবং আপনার ডিভাইসটি কানেক্ট করুন।
#খেয়াল করবেন একবার আপনার ডিভাইসটি সফল ভাবে কানেক্ট হবার পর নোটিফিকেশন আসবে এব সেখানে দেখাবে আইওএস ৯ আপনার জন্য প্রস্তুত।
#আপনি শুধু এখন সেটি ডাউনলোড করুন এবং আপডেট করে নিন।
#ব্যাস আপনার কাজ শেষ, ঠিক একই ভাবে আপনি আপনার আইফোন এবং আইপ্যাড আপডেট দিতে পারবেন।
তো চলুন আর দেরি না করে এখনি স্টার্ট করা যাক।