মোটামুটি আমরা সবাই এখন গুগলের অ্যান্ড্রয়েড নির্ভর স্মার্টফোন ব্যাবহার করি। এখন আমাদের মদ্ধে এমন অবস্থা চলছে যে স্মার্টফোন ব্যতিত একটুও চলবে না। সোশ্যাল নেটওয়ার্কে চ্যাটিং, ব্রাউজিং ইত্যাদি তো সবসময় লেগেই আছে।
আচ্ছা আপনি কি এখনো সেই আদিম যুগের মতো ব্লুটুথ দিয়ে ফাইল ট্রান্সফার করেন। মানে যখন আপনার কোন বন্ধুর স্মার্টফোনে একটি সুন্দর ভিডিও বা অডিও শুনেন তখন তো অবশ্যই ওর কাছ থেকে ওইটা নিতে চান। তো তখন কি আপনার একমাত্র ভরসা ব্লুটুথ কানেকশন? যদি তাই হবে তবে এই ফ্রি অ্যাপ আপনার জন্য।
বর্তমানে বাজারে এমন কোন স্মার্টফোন নেই যেটাতে ওয়াইফাই সাপোর্ট করে না। ভালো করে দেখেন আপনার ফোনও আছে। “শেয়ার ইট” অ্যাপ টি দিয়ে যেকোনো ধরনের ফাইল শেয়ার করতে পারবেন আপনার বন্ধুদের সাথে।
চলুন এক নজরে দেখে নেয়া নেই অ্যাপটির মূল ফিচার গুলো-
- আপনার রেঞ্জের ভেতরে আছে এমন যে কাওকে খুঁজে দিবে এই অ্যাপ। ইভেন এটি দিয়ে আপনি ল্যাপটপের সাথেও কানেক্ট করে ফাইল শেয়ার দিতে পারবেন।
- যতবড় ফাইল বা ভিডিও হোক না কেন এটি চোখের পলকে সেটি সেন্ড বা রিসিভ করে নিবে।
- পুরনো দিনের ব্লুটুথ কানেকশন থেকে এটি ৫০ গুন দ্রুত কাজ করে।
- আরেকটি মজার ব্যাপার হল এটি দিয়ে আপনি গ্রুপ শেয়ারিং করতে পারবেন। একই সাথে ইচ্ছা করলে সর্বচ্চ ৫টি বন্ধুর সাথে কানেক্ট হয়ে তাদের ফাইল সেন্ড দিতে পারবেন।
- ব্যাটারি ব্যাকআপ বাড়ানোর জন্য আছে অটোমেটিক ওয়াইফাই অফ অপশন।
- ফিচার গুলো দেখে যদিও মনে হচ্ছে এটি পেইড অ্যাপ কিন্তু না এটি আপনি পাবেন সম্পূর্ণ ফ্রি তে।
তবে আর দেরি কেন ডাউনলোড করুন আর ইচ্ছা মতো বন্ধুদের সাথে ফাইল শেয়ার করুন। ফাইল সাইজ এখন আর কোন ব্যাপারী না।
গুগল প্লে ডাউনলোড লিংক- এখানে
পিসি থেকে ডাউনলোড করতে- এখানে