টগবগ করে ঘোড়া ছুটছে আর আপনি তার পিঠে চড়ে বসে আছেন। ঘোড়ার লাগাম আপনার হাতে, বাতাসের বেগে ছুটছেন। সে ঘোড়াকে নিয়েই আজ আপনাদের কিছু মজার তথ্য দেয়া হলঃ
১) স্তন্যপায়ী প্রাণীদের মধ্যে ঘোড়াদের চোখই সবচাইতে বড়।

২) আপনি যখন মনে করছেন ঘোড়া হাসছে, তখন কিন্তু তারা ভিন্ন কাজ করে। কোন বস্তুর ঘ্রাণ নেবার একটি আলাদা উপায় আছে এদের। তখন এরা মুখভঙ্গি এমন করে যেন মনে হয় এরা হাসছে।
৩) জন্মাবার এক ঘন্টার মাঝেই একটি অশ্ব শাবক দৌড়তে পারে।
৪) আগে মনে করা হত ঘোড়া রং চিনতে পারে না। কিন্তু বিজ্ঞানীদের নানা পরীক্ষার মাধ্যমে সে ভুল ভেঙ্গে গিয়েছে। ঘোড়া হলুদ ও সবুজ রং বেশ ভালোই চিনতে পারে।
৫) একটি পুরুষ ঘোড়ার দাঁতের সংখ্যা ৪০। মহিলাদের ৩৬টি।
৬) মানুষের নখ ও চুল যে প্রোটিন দ্বারা গঠিত, একটি ঘোড়ার খুরও ঠিক একই প্রোটি দ্বারা গঠিত।
৭) দাঁড়িয়ে এবং শুয়ে, দুইভাবেই ঘোড়া ঘুমুতে পারে।

৮) “ওল্ড বিলি” নামক ১৯ শতকের একটি ঘোড়া প্রায় ৬২ বছর বেঁচে ছিল।
৯) কান, চোখ ও নাসারন্ধ্রের মাধ্যমে ঘোড়া তার মনের ভাব প্রকাশ করে থাকে।
১০) পৃথিবীর বিভিন্ন দেশে ঘোড়াকে প্রচুর সম্মান দেয়া হয়। বিশেষ করে, চীনে।
সূত্রঃ Doubledtrailers.com