ডিপিআই-এর শিক্ষার্থীদের দেশের একমাত্র পলিটেকনিক ইন্সটিটিউট হিসেবে ”নাসা স্পেস অ্যাপস্ চ্যালেঞ্জ বাংলাদেশ-২০১৬” তে অংশগ্রহণ।গত ২২ এবং ২৩শে এপ্রিল অনুষ্ঠিত হয়ে গেলো নাসা স্পেস অ্যাপস্ চ্যালেঞ্জ বাংলাদেশ-২০১৬- এর ফাইনাল হ্যাকাথন। সারাদেশ থেকে বিভিন্ন বাছাই পর্বেও মাধ্যমে মোট ৫০টি গ্রুপ তাদেঁর নিজস্ব প্রজেক্ট নিয়ে অংশগ্রহণের সুযোগ লাভ করে। ড্যাফোডিল পলিটেকনিক ইন্সটিটিউট (ডিপিআই) দেশের একমাত্র পলিটেকনিক ইন্সটিটিউট হিসেবে অংশগ্রহণ করে। ডিপিআই-এর শিক্ষার্থীদের ২ টি গ্রুপ তাদেঁর নিজস্ব প্রজেক্ট স্মার্ট এ্যাস্ট্রোনট এসিসট্যান্ট এবং স্মার্ট স্পেস স্টেশন এন্ড শাটল সিকিউরিটি সিস্টেম নিয়ে ফাইনাল হ্যাকাথনে অংশগ্রহণ করে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here