ডিজিটাল বাংলাদেশ শ্লোগান কে মনে রেখে আগামী ২৪ নভেম্বর থেকে ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অব বাংলাদেশ আয়োজন করতে যাচ্ছে “৫ম জাতীয় কম-টেকফেস্টিভাল”।বিশ্ববিদ্যালয়ের সিএসই বিভাগের উদ্যোগে পঞ্চমবারের মত আয়োজিত দুই দিন ব্যাপী এই উৎসব চলবে আগামী ২৫ নভেম্বর পর্যন্ত।উক্ত উৎসবে সমগ্র দেশ থেকে বিভিন্ন কলেজ এবং ইউনিভারর্সিটি এর ছাত্রছাত্রীদের জন্য রয়েছে বিভিন্ন ইভেন্টে অংশগ্রহণের সুযোগ।ইউনিভার্সিটির ছাত্রছাত্রীদের জন্য রয়েছে নিজেদের তৈরি রোবট নিয়ে রোবটিক্স কন্টেস্ট এ অংশগ্রহন করার সুযোগ, আইডিয়া কন্টেস্টে ব্যক্তিগত অথবা দলগতভাবে বিভিন্ন আকর্ষনীয় আইডিয়া উপস্থাপনের সুযোগ এবং প্রোজেক্ট সোকেসিং এর মাধ্যমে বিভিন্ন রোবটিক্স অথবা সফটওয়ার অথবা মোবাইল এপ্লিকেসান অথবা ইমবেডেড সিস্টেম সংশ্লীস্ট প্রোজেক্ট উপস্থাপনের সুযোগ।কলেজ ছাত্রছাত্রীদের জন্য রয়েছে বিতর্ক প্রতিযোগিতা।কলেজ এবং ইউনিভার্সিটির ছাত্রছাত্রীদের জন্য রয়েছে আইটি অলিম্পিয়ার্ড প্রতিযোগিতা।গেমারদের জন্য রয়েছে বিভিন্ন গেমিং কন্টেস্ট অংশগ্রহণের সুযোগ।প্রোগ্রামারদের জন্য রয়েছে প্রোগ্রামিং কন্টেস্ট।এই দুইদিন ব্যাপী অনুষ্ঠানে আরো থাকবে আইসিটি ফেয়ার যেখানে বিভিন্ন প্রযুক্তি পণ্যবিপণন এবং তথ্যপ্রযুক্তি সেবাদানকারী প্রতিষ্ঠানদের নিজেদের পন্য উপস্থাপনের সুযোগ।বিভিন্ন আইটি প্রতিষ্ঠানের জন্য আরো আছে নিজেদের তৈরি বিভিন্ন ইনোভেটিভ মোবাইল আপ্লিকেশন প্রদর্শনের জন্য ইনোভেটিভ প্রসেসিং।
তাছাড়া প্রযুক্তির বিভিন্ন দিক কে তুলে ধরার জন্য উক্ত উৎস বেদেশের বিভিন্ন খ্যাত নামা প্রযুক্তিবিদদের তত্ত্বাবধায়নে ছাত্র-ছাত্রীদের জন্য বিভিন্ন সেমিনার এবং ওয়ার্কসপ অনুষ্ঠিতহবে। wubcsefest.org এই সাইটে গিয়ে বিভিন্ন অনুষ্ঠান সম্পর্কিত বিস্তারিত তথ্য এবং রেজিস্ট্রেশন করা যাবে।রেজিস্ট্রেশন ন ফী অনলাইনে দেয়ার সুযোগ আছে।রেজিস্ট্রেশন শেষ দিন ২২ নভেম্বর ২০১৬।