ভয়ংকর প্রাণী স্টোনফিশ

সাগরের অতল সম্পর্কে কতটুকু জানি আমরা? বলা হয়ে থাকে যে সমগ্র পৃথিবীর দুই ভাগ পানি আর এক ভাগ জল। গভীর জলের রহস্য উদঘাটন করা আমাদের পক্ষে সম্ভব হবে কি সম্পূর্ণভাবে তা জানা নেই বিজ্ঞানীদের কিন্তু তারা তাদের মত চেষ্টা করে যাচ্ছেন।
আজ আপনাদের দেয়া হল গভীর জলের ভয়ানক প্রাণীদের প্রথম পর্ব স্টোনফিশ বা পাথর-মৎস্য সম্পর্কেঃ

স্টোনফিশঃ 

মাছটি দেখতে কিছুটা কিম্ভুতকিমাকার। নামের সার্থকতা প্রমাণ করবার জন্যই যেন এটির শরীরের সাথে পাথরের মিল রয়েছে। গায়ের রংটিও যেন পাথরের মতই। এটিই এদের সবচাইতে বড় সুবিধা। কোন প্রাণী আক্রমণ করতে এলে এদের আর খুঁজে পায় না। কারণ, ততক্ষণে এরা নিজেদের লুকিয়ে ফেলেছে।

স্টোনফিশ
স্টোনফিশ

এদেরকে নিয়ে সবচাইতে ভয়ে থাকতে আন্ডারওয়াটার ডাইভারদের কিংবা যারা সমুদ্র থেকে প্রবাল বা মৎস্য শিকার করতে যান, তাদের। এর শরীরের ওপর যদি অজান্তে পা উঠে যায় তাহলে আর রক্ষা নেই। এটি নিজের হুল দিয়ে কিংবা ধারালো পাখনা নিয়ে আক্রমণ করবে। তাই এটির সম্পর্কে ভয়ের নানা কারণ রয়েছে বৈকি।

সূত্রঃ Themost10.com

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here