সবাই কেমন? আশা করি অনেক ভালো আছেন ও খুশির ঈদও কাটিয়েছেন।

আমি আপনাদের জন্য নিয়ে এসেছি খুশির খবর। শিরোনাম দেখে অনেকে কিছুটা বুঝে ফেলছে।

আসুন আমরা অ্যাডসেন্স ও রেভিনিউহিটস এর মধ্যে মিল করি:

১। অ্যাডসেন্স এর মতো রেভিনিউহিটস Clicks, eCPM, Revenue ইনকাম।

২। অ্যাডসেন্স এর মতো বিভিন্ন এডস সাইজ।

৩। অ্যাডসেন্স এর মতো Comfortable একাউন্ট।

 

আসুন আমরা অ্যাডসেন্স ও রেভিনিউহিটস এর পার্থক্য করি:

১। অ্যাডসেন্স একাউন্ট এপ্লাই করার জন্য অনেক দিন পর্যন্ত করতে হয়, কিন্তু রেভিনিউহিটস মাত্র 30 সেকেন্ড মধ্যে হয়ে যায়।

২। অ্যাডসেন্স যে কোন সময় ব্যান করার সম্ভাবনা আছে, কিন্তু রেভিনিউহিটস নাই।

৩। অ্যাডসেন্স অনভিলিড ভিজিটর জন্য পে করে না, কিন্তু রেভিনিউহিটস পে করে।

৪। অ্যাডসেন্স শুধু মাত্র ব্যাংক ও চেক পে করে, কিন্তু রেভিনিউহিটস ব্যাংক,  পেওনার,  পেপাল পে করে।

৫। অ্যাডসেন্সই সেরা, কিন্তু আমি মনে করে রেভিনিউহিটস সেরা।

৬। অ্যাডসেন্স পিন ভেরিফিকেশন এর ঝামেলা করতে হয়, কিন্ত রেভিনিউহিটস ভেরিফিকশনে কোন ঝামেলা নাই।

৭। অ্যাডসেন্স সাথে অ্ন্য কোম্পানীর এড ব্যবহারের ঝামেলা, কিন্তু রেভিনিউহিটস এর কোন ঝামেলা নাই।

৮। অ্যাডসেন্স ইনভালিড ক্লিকের জন্য একাউন্ট বন্ধ করে দে কিন্তু রেভিনিউহিটস করে না।

 

যারা অ্যাডসেন্স নিয়ে ঝামেলা আছেন, তারাই বুঝেন অ্যাডসেন্স কি??

 

তাহলে জয়েন করুন এখানে এই লিংকে

 

নিচে ছবি দেখুন: রেভিনিউহিটস এর ডেইলি স্টেটমেন্ট যা গুগল এডসেন্স থেকে বেশী ইনকাম দেয়।

ScreenShot001

 

 

পেমেন্ট প্রুফ

ScreenShot001 (1)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here