কম্পিউটার ব্যবহারের ক্ষেত্রে সবচেয়ে জরুরী একটি জিনিস হচ্ছে মাউস। যদিও ধীরে ধীরে নানা ভাবে মাউসের ব্যবহার কমছে তারপরও নানা ধরনের মাউসের প্রতি ব্যবহারকারীদেরও রয়েছে বেশ আগ্রহ। কম্পিউটার মাউসের নানা বিবর্তনও দেখা যায়। নানা রকমের, নানা ধরনের মাউসও রয়েছে বাজারে। কিন্তু প্রথম আবিস্কৃত মাউসের কথাটি জানেন? জেনে নিন..