ইউআরএল শর্টেইনার মার্কেট এখন কানায় কানায় পূর্ণ হয়ে গেছে বিভিন্ন রকম টুলস দিয়ে, অনেক কোস্পানী অনেক সাইট দিয়ে। কিন্তু তার মানে এই নয় যে, নতুন কিছু বের করার পথ বন্ধ হয়ে গেছে। প্রতিদিনই কিছুনা কিছু নতুন বের হচ্ছে। পুরোনোগুলোতে নতুন ফিচার সংযোজন করা হচ্ছে। এছাড়া এই মার্কেটটা লোভনীয়ও বটে। গুগলের মত কোম্পানীও এখন এই দিকে হাত বাড়িয়েছে।
প্রতিযোগীতাই কোম্পানীগুলোকে নতুন নতুন ফিচার যোগ করার উৎসাহ দিচ্ছে। তেমনই একটি ফিচার হচ্ছে মাল্টিপল ইউআরএল শর্টেইনার। এই ফিচারের মাধ্যমে অনেকগুলো লিংক মাত্র একটা লিংকে কনভার্ট করা যায়। বন্ধু বা কো-ওয়ার্কারের সাথে অনেকগুলা লিংক শেয়ারের জন্য খুবই কাজের একটা জিনিস। আর এই ফিচার সম্বলিত ইউআরএল শর্টেইনার নিয়ে এসেছে Fur.ly
এটা কিভাবে কাজ করে
- নিচের স্ক্রীণশটটিতে আপনি যেমন দেখতে পাচ্ছেন, আপনি একটার পর একটা লিংক যোগ করতে পারবেন। আপনি যকন একটা লিংক যোগ করবেন তখন পরবর্তী লিংক যোগ করার জন্য সয়ংক্রিয়ভাবে নতুন একটা বক্স ওপেন হবে।
- সবগুলো লিংক লেখা হলে “Go” বাটনে ক্লিক করুন। এতে নিচের স্ক্রীণশটের মত আপনার সবগুলো লিংক মাত্র একটা লিংকে পরিণত হবে।
- পরবর্তীতে আপনি যখন লিংকটা ব্রাউজ করবেন তখন এটা আপনার দেয়া প্রথম লিংকটা ওপেন করবে। সাথে উপরে কমলা রংয়ের একটা নেভিগেশন বার থাকবে। এই নেভিগেশন বারের সাহায্যে খুব সহজেই আপনি অন্যান্য লিংকগুলো ব্রাউজ করতে পারবেন।
এছাড়াও আপনি হয়ত খেয়াল করেছেন, উপরের বারে ছোট্ট একটা স্ট্যাটিসটিকস বাটন দেখানো হচ্ছে। আপনার লিংকটা দিয়ে এইপেজগুলো কতবার ব্রাউজ করা হয়েছে সেটা আপনি দেখতে পাবেন এই বাটনে ক্লিক করে।
সুবিধাসমূহ
- পরিষ্কার পরিচ্ছন্ন মাল্টিপল ইউআরএল শর্টেইনার।
- ইচ্ছামত বা যতসংখ্যক প্রয়োজন তত সংখ্যক লিংক যোগ করতে পারবেন।
- অন্যান্য লিংকের জন্য অসাধারণ নেভিগেশন ব্যবস্থা।
অসুবিধা
- এসএসএল সার্টিফিকেট ওয়ালা সাইটগুলোর নিরাপত্তা সম্পর্কে আমি পুরোপুরি নিশ্চিত নই।
লিংক
Fur.ly @ www.fur.ly
সমধর্মী অন্যান্য সাইট
ধন্যবাদ সবাইকে। ভাল থাকুন।
আমার কাছে ধারনাটি খুব চমৎকার লেগেছিল। যদিও জানতাম, তাও মনে করানোর জন্য ধন্যবাদ।
ধন্যবাদ আপনাকেও।
ভাল লাগলো। ধন্যবাদ শেয়ার করার জন্য।
আপনাকেও ধন্যবাদ।