বৈদ্যুতিক গাড়ি তৈরিতে মনযোগ দিয়েছে জার্মান বিলাস-বহুল গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান বিএমডাব্লিউ। ৩০ সেপ্টেম্বর এক্স৩ এবং মিনি মডেলের বৈদ্যুতিক সংস্করণ তৈরির কথা জানিয়েছে প্রতিষ্ঠানটি।
বৈদ্যুতিক গাড়ি তৈরিতে জার্মান প্রতিদ্বন্দ্বী প্রতিষ্ঠান ডাইমলার, ফোক্সভাগেন এবং মার্কিন প্রতিষ্ঠান টেসলার অগ্রগতিতে বর্তমানে কিছুটা কোণঠাসা হয়ে পড়েছে বিএমডাব্লিউ।সে কারণেই বৈদ্যুতিক গাড়ি বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে প্রতিষ্ঠানটি।তিন বছরের মধ্যে বিএমডাব্লিউয়ের মিনি মডেল বাজারে আনা হবে বলে জানিয়েছে রয়টার্স।
জার্মান প্রতিদ্বন্দ্বীদের তুলনায় আগেই বাজারে বৈদ্যুতিক গাড়ি আনে বিএমডাব্লিউ। ২০১৩ সালে প্রথম কার্বণ ফাইবারের তৈরি হালকা বডির বৈদ্যুতিক গাড়ি বিএমডাব্লিউ আই ৩ বাজারে আনে প্রতিষ্ঠানটি।এরপর প্লাগ-ইন হাইব্রিড আই ৮ আনে প্রতিষ্ঠানটি। তবে,বাজারে গাড়ি দুইটি বিক্রিতে ধীর গতি দেখা যায়।
বৈদ্যুতিক গাড়ি তৈরিতে বর্তমানে সবচেয়ে বেশি এগিয়ে রয়েছে টেসলা।এ বছর ৮০ হাজারের বেশি গাড়ি বিক্রির লক্ষ্য রয়েছে প্রতিষ্ঠানটির।আর প্রতিষ্ঠানের নতুন মডেল ৩ গাড়ির জন্য অর্ডার করেছেন চার লাখ ক্রেতা।আগামী বছরের জুলাইতে মডেল ৩ বাজারে আনার পরিকল্পনা করছে টেসলা।
সময়ের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে বৈদ্যুতিক গাড়ির ব্যবহার।২০২৫ সালের মধ্যে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় বিক্রি হওয়া মোট গাড়ির অন্তত ১৫ শতাংশ ব্যাটারিচালিত হবে বলে ধারণা করা হচ্ছে।যুক্তরাষ্ট্রের পাশাপাশি ইউরোপের দেশগুলোতেও বাড়ছে বৈদ্যুতিক গাড়ির চাহিদা।