ঢাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে দুই দিনের এশিয়া ওপেন একসেস সম্মেলন ২০১৯। কনফেডারেশন অব ওপেন একসেস রিপোজিটোরিসের (সিওএআর) সহযোগিতায় এশিয়াসহ বিশ্বের বিভিন্ন দেশে নিয়মিত ভাবে এ সম্মেলন অনুষ্ঠিত হয়ে আসছে। চলতি বছর বাংলাদেশে এ সম্মেলনটির আয়োজন করেছে বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল (বিএআরসি)। আগামী ৬-৭ মার্চ ঢাকার বিএআরসি’র কেন্দ্রিয় মিলনায়তনে অনুষ্ঠিত হবে এ সম্মেলন।
সম্মেলনে বিশ্বের ১৪টি দেশের গবেষক, শিক্ষাবিদসহ ওপেন একসেস নিয়ে কাজ করা অনেকেই অংশ নেবেন। দুইদিনের সম্মেলনে থাকছে একাধিক সেমিনার, কর্মশালা, গোলটেবিল বৈঠক ইত্যাদি। সম্মেলনে মূলত ওপেন একসেস, ওপেন ডেটা, ওপেন সায়েন্স, ওপেন এডুকেশন এবং উন্মুক্ত লাইসেন্সের বিভিন্ন বিষয় নিয়ে থাকবে নানা আয়োজন।
সম্মেলনের নানা বিষয়ে সম্মেলনের সমন্বয়ক ও বিএআরসি প্রধান ডকুমেন্টেশন কর্মকর্তা ড. সুস্মিতা দাস বলেন, ‘আন্তর্জাতিক ভাবে প্রতি বছরই এ সম্মেলনটি অনুষ্ঠিত হয়। এবার আমরা বাংলাদেশে আয়োজন করেছি। এশিয়ার মধ্যে ওপেন একসেস, ওপেন সায়েন্স, ওপেন এডুকেশনের সামগ্রিক অবস্থাসহ বাংলাদেশে এ ধরনের কার্যক্রমগুলো নানা বিষয় সম্মেলনে তুলে ধরা হবে।’
সিওএআরের সহায়তা সম্মেলনের আয়োজনে সহযোগিতা করছে সেন্টার ফর ওপেন নলেজ (সিওকে)। বাংলাদেশে ওপেন ডেটা, ওপেন এডুকেশন, ওপেন সায়েন্স, উন্মুক্ত লাইসেন্স নিয়ে কাজ করা সিওকে’র সভাপতি ড. মোস্তফা আজাদ কামাল বলেন, ‘আমরা বাংলাদেশে দীর্ঘদিন ধরেই কাজ করে যাচ্ছি উন্মুক্ত নানা মাধ্যমে। এবার এ সম্মেলনে আমরা সে বিষয়গুলো তুলে ধরা এবং নানা আয়োজনে সহযোগিতা করছি।’
সম্মেলনে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে, গবেষণা কেন্দ্রসহ বিভিন্ন প্রতিষ্ঠানের শতাধিক অংশগ্রহণকারী যোগ দেবেন।