আপনি কি গুগলের অ্যান্ড্রয়েড নির্ভর স্মার্টফোন ব্যবহার করেন? তবে যেকোনো অ্যাপস বা গেমস ডাউনলোড করার জন্য আপনার একমাত্র ভরশা গুগল প্লে-স্টোর। সাথে আরও কিছু বিকল্প প্লে স্টোর আছে তবে প্রাইভেসি এবং অন্যান্য দিক বিবেচনায় গুগল প্লে বেস্ট। তবে সমস্যা হল গুগল প্লে থেকে আপনার স্মার্টফোনে ব্যতীত অন্য কোন ডিভাইস যেমন পিসি দিয়ে সরাসরি কোন অ্যাপস গেমস ডাউনলোড করতে পারবেন না।

এক্ষেত্রে একমাত্র ভরসা আপনার অ্যান্ড্রয়েড স্মার্টফোন। এখানে সমস্যা হল, অনেকেই লিমিটেড নেট লাইন ব্যবহার করে আবার অনেকের মোবাইলে গুগল প্লে স্টোর সাপোর্ট করে না। যেমন, যাদের কাছে নোকিয়া এক্স বা এক্সএল আছে তারা ভালো বলতে পারবে কেমন ঝামেলা পোহাতে হয়।

তো এখন চলুন এসব ঝামেলার কথা বাদ দিয়ে কাজের কথায় আসি। কিভাবে আপনি খুব সহজেই নিজের পিসি দিয়ে সরাসরি গুগল প্লে স্টোর থেকে যেকোনো অ্যাপস বা গেমস ডাউনলোড করবেন?

চলুন সিখে নেয়া যাক-

১। প্রথমে আপনার পিসি থেকে গুগল প্লে ষ্টোরে ভিজিট করুন।

২। এবার যে অ্যাপস বা গেমসটি ডাউনলোড করতে চাচ্ছেন সেটির লিংক কপি করুন।

৩। এবার আপনার কপি করা লিংকটি এই ওয়েবসাইটে যেয়ে পেস্ট করুন এবং জেনারেট ডাউনলোড লিংকে ক্লিক করুন।

2015-06-24_145820

ছবিতে দেখানো মতো আপনার পছন্দের অ্যাপসটির ডাউনলোড লিংক চলে আসবে আর আপনি খুব সহজেই ১ ক্লিকের মাধ্যমে সেটি ডাউনলোডও করে নিতে পারবেন।

আশা করছি আজকের টিপসটি আপনাদের ভালো লেগেছে। পরবর্তীতে কোন ধরনের বা বিষয়ের ওপরে টিপস জানতে চান সেটি আমাদের জানাবেন কমেন্ট বক্সে। আমরা অবশ্যই আমাদের সুবিধা মতো সময় অনুযায়ী সেটি পোস্ট করার চেষ্টা করবো।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here