বিজ্ঞাপন নীতিমালা
BigganProjukti.com
বিজ্ঞান ও প্রযুক্তি ভিক্তিক দেশের সবচেয়ে বড় ব্লগ সাইট bigganprojukti.com। ২০০৯ সালে যাত্রা করা আমাদের সাইটে রয়েছে ১২,৫২৮ জন নিবন্ধিত ব্যবহারকারি। রয়েছে সুবিশাল তথ্য ভান্ডার (প্রায় ২০০০ টি তথ্যমূলক লেখা), যা কিনা প্রতি দিনই বাড়ছে। এছাড়া ফেসবুকের ফ্যানপেজে আমাদের রয়েছে প্রায় ৮ লক্ষ অনুসারী (ফ্যান) যা, প্রতি সপ্তাহেই গরে নতুন ১০,০০০ জন করে অনুসারী বাড়ছে। আমাদের ফ্যানপেজের সাপ্তাহিক গড় রিচ প্রায় ৩ লক্ষ!
প্রতিদিন আমাদের সাইটের গড় ইউনিক ট্রাফিক (ভিজিটর) ৮০০০ জন, গড় পেজ ভিউ আছে প্রায় ১৪,০০০। এছাড়া আমাদের রয়েছে প্রায় ৩,০০০+ জন ইমেইল সাবস্কাইবার। বর্তমানে আমাদের সাইটের এলেক্সা রেংঙ্ক ৯৬,৫৯০ এবং তা বাংলাদেশে ৪২৫ তম। (সর্বশেষ আপডেট – ০৩ সেপ্টেম্বর ২০১৫)
পণ্য বা সেবা প্রচারের আদর্শ মাধ্যম হতে পারে বিজ্ঞানপ্রযুক্তি ওয়েব সাইট। আপনার পণ্য বা সেবা প্রচারে আমরা আপনাকে দিচ্ছি সর্বোচ্চ সুযোগ সুবিধা। যেমন-
- ওয়েব সাইটের নিদৃষ্ট স্থানে ইমেজ (চিত্র), টেক্সট (লেখা) অথবা ভিডিও অ্যাড দেবার সুযোগ।
- স্পন্সর ব্লগ পোস্ট যা কিনা ১ সপ্তাহ বা তার বেশিদিন সাইটের হোমপেজে রাখা হবে।
- মাসে ৩ বার আমাদের ফেসবুকের ফ্যানপেজ থেকে আপনার পণ্য বা সেবার প্রচার করা হবে।
- প্রডাক্ট বা সেবার রিভিউ ব্লগ পোস্ট আকারে সাইটে প্রকাশ করা।
- ইমেইল সাবস্কাইবারদের কে মেইলের মাধ্যমে প্রডাক্ট বা সার্ভিসের তথ্য প্রচার করা।
বিজ্ঞাপন দিতে আজি মেইল করুন: advertising@bigganprojukti.com