সামাজিক যোগাযোগের মাধ্যমগুলোর মধ্যে অন্যতম প্রধান ফেসবুক। পৃথিবীর বিভিন্ন দেশের ভিন্ন ভিন্ন ভাষাভাষীর মানুষ তার আপনজনের সঙ্গে যোগাযোগ রাখেন এই সোশ্যাল সাইটের মাধ্যমে। শুধুমাত্র যোগাযোগের মাধ্যম হিসেবে নয়, নিত্য নতুন নানা রকমের নিজস্ব ফিচারের জন্যও বিখ্যাত ফেসবুক।
ফেসবুক প্রতিষ্ঠাতা মার্ক জুকারবাগ, সবসময়ই চেষ্টা করে যাচ্ছেন, ব্যবহারকারীদের নিত্যনতুন সুবিধা প্রদান করার। আর সেই ধারাবাহিকতায় আরো এক নতুন ফিচার আনছে ফেসবুক। নতুন এই ফিচারের নাম ‘মাল্টি ল্যাঙ্গুয়াল কম্পোসার’। এই ফিচারে ৪৪টি ভাষায় মানুষ তার ফেসবুকে পোস্ট করতে পারবেন।
মাল্টি ল্যাঙ্গুয়াল কম্পোসার ব্যাবহার করার জন্য প্রথমে ব্যাবহারকারীকে একটি নির্দিষ্ট ভাষায় পোস্টটি লিখতে হবে। তারপর স্ট্যাটাস আপডেট বক্সের নিচের দিকে ‘Write post in another language’ অপশনে ক্লিক করলেই ৪৪টি ভাষার অপশন খুলে যাবে। সেখান থেকে পছন্দের ভাষায় ক্লিক করলেই তৎক্ষণাৎ তা অনুবাদ হয়ে যাবে। এরপর পোষ্ট অপশনে ক্লিক করলেই সম্পন্ন হবে মাতৃভাষায় ফেসবুক পোষ্ট।