দেশের তরুণদের মোবাইলভিত্তিক বিভিন্ন উদ্যোগের সঙ্গে সম্পৃক্ত করে বিশ্বের বিলিয়ন ডলারের বাজারে প্রবেশে উৎসাহ ও সহায়তা দিতে দ্বিতীয়বারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘জাতীয় মোবাইল অ্যাপ্লিকেশন পুরস্কার ২০১৭’।
তথ্য-প্রযুক্তি বিভাগ ও ওয়ার্ল্ড সামিট অ্যাওয়ার্ড যৌথভাবে জাতীয় মোবাইল অ্যাপ্লিকেশন পুরস্কার ২০১৭ আয়োজন করতে যাচ্ছে। প্রতিযোগিতার এখনও চূড়ান্ত কোনো তারিখ নির্ধারণ না হলেও আগামী ১ মার্চ থেকে পুরস্কারের জন্য নিবন্ধন শুরু হচ্ছে।তথ্য-প্রযুক্তি বিভাগের ওয়েবসাইটে গিয়ে আগ্রহীরা আবেদন করতে পারবেন। এতে জাতীয় পুরস্কার বিজয়ীরা ওয়ার্ল্ড সামিট মোবাইল পুরস্কারের গ্লোবাল প্রতিযোগিতার জন্য সরাসরি মনোনীত হবেন।
দেশীয় প্রতিষ্ঠান কর্তৃক নির্মিত সেরা মোবাইল কন্টেন্ট ও উদ্ভাবনী মোবাইল অ্যাপ্লিকেশনের প্রাপ্য স্বীকৃতি প্রদানই এ আয়োজনের মূল উদ্দেশ্যে।
প্রতিযোগিতায় যে কোনো ধরনের মোবাইলভিত্তিক (এসএমএস, আইভিআর, অ্যাপ্লিকেশন, গেইম) উদ্যোগ অংশগ্রহণ করতে পারবে। জাতীয় পর্যায়ে এ প্রতিযোগিতার মাধ্যমে আটটি ক্যাটিগরিতে বিজয়ী সেরা উদ্যোগগুলো তুলে ধরতে পারবেন।
তথ্যসূত্রঃযুগান্তর