বাংলাদেশ প্রযুক্তিগত দিক থেকে দিন দিন অনেক এগিয়ে যাচ্ছে। এটা আমাদের জন্য অবশ্যই অনেক গর্বের। ১৩টি অ্যাপ রয়েছে যার মাধ্যমে আপনি আপনার জীবনকে করতে পারবেন আরো সুন্দর ও সহজ। আজ তাদের মধ্যে ৫টি অ্যাপের কথা বলা হল। পরবর্তী কিস্তিতে বাকিগুলোর কথা দেয়া হবে।
১। নোটপ্যাডঃ এই নোটপ্যাড আপনাকে দেবে একসাথে অনেক কাজ করার সুবিধা। এটা সব বয়সের মানুষের জন্য এমনভাবে তৈরি করা হয়েছে যে সবাই এটি ব্যবহারের সুযোগ নিতে পারবেন।
অন্যান্য নোটপ্যাডের সাথে এটির পার্থক্য হচ্ছে একটি নির্দিষ্ট সীমার মধ্যে আপনি নানা ক্যাটাগরীতে কাজগুলো করতে পারবেন। এর মাঝে নানা লিস্ট ও কালার কোডেড রয়েছে। এটির মাঝে রয়েছে ভয়েস মেমো সুবিধা এবং আপনাকে ছবি আপলোড করতেও এটি সাহায্য করবে। এছাড়াও নানা ধরনের ফাইল ব্যাকআপ সুবিধা, জমা ও অপ্রয়োজনীয় ফাইল আপনি ট্র্যাশ বক্সে জমা করতে পারবেন।
এটার লক অপশন রয়েছে, এনক্রিপশন সুবিধা পাবেন এবং ব্যক্তিগত গোপনীয়তা রক্ষা করার জন্য রয়েছে নির্দিষ্ট ফাইল।
তৈরি করেছেনঃ ফেরদৌস আহমেদ।
ইন্সটলঃ ১০০০০-৫০০০০
রেটিংঃ ৪.২
অ্যাপ সাইজঃ ৩.৮ মেগাবাইট
২। হাইফাই পাবলিকঃ যদি আপনি এমন একটি অ্যাপ খুঁজছেন যা আপনাকে দেশ বিদেশের নানা খবর, নতুন কোন পণ্যের খবর, সফটওয়্যার ও হার্ডওয়্যারের খবর পেতে চান, তাহলে এই অ্যাপটি আপনার জন্যই।
এই অ্যাপটি চালানোর জন্য আপনার ইন্টারনেট সংযোগ থাকতে হবে।
এই অ্যাপের সাথে যুক্ত রয়েছে কিছু মেধাবী মানুষ যারা প্রতিদিন নতুন নতুন তথ্য হালনাগাদ করে আপনার জীবন করবে সহজতর।
তৈরি করেছেঃ Hifi Public
ইন্সটলঃ ১০০০-৫০০০
রেটিংঃ 4.২
অ্যাপ সাইজঃ যে ডিভাইসে ব্যবহার করবেন তার সুবিধামত।
৩। 360 Degree: ওয়েবলাইভের তৈরি করা এই গেমে রয়েছে আসক্তি সৃষ্টি করবার জন্য নানা উপরকরণ এবং একটি বলকে নির্দিষ্ট অবস্থানে নিয়ে যাবার জন্য আপনাকে সংগ্রহ করতে হবে পুরষ্কার।
চোখ ধাঁধানো রঙ ও গ্রাফিক্সের কারসাজির মাধ্যমে এই গেম আপনাকে একই সাথে দেবে নানা প্রতিকূলতা, আপনার মাঝে ধূর্ততা এবং আপনার সময় নির্ধারণ ক্ষমতা।
তৈরি করেছেঃ WebAlive
ইন্সটলঃ ১০০০০০০-৫০০০০০০
রেটিংঃ ৪.১
অ্যাপ সাইজঃ ২১ মেগাবাইট
৪। Heroes of 71: গেমটি তৈরি করেছে পোর্টব্লিস গেমস। ইতিমধ্যেই বিপুল জনপ্রিয়তা পেয়েছে গেমটি। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে পাকিস্তানীদের বীর মুক্তিযোদ্ধারা কিভাবে বধ করেছিল তার কিছুটা হলেও স্বাদ পাবেন আপনি। এখানে খেলোয়ারকে একজন মুক্তিযোদ্ধার ভূমিকায় খেলতে হবে। আস্তে আস্তে আপনি আরো দুইজন মুক্তিযোদ্ধা অবমুক্ত করতে পারবেন। খেলোয়ারকে শত্রুপক্ষের হাত থেকে মাতৃভূমি ও নিজেকে রক্ষা করবার জন্য নানা কৌশল অবলম্বন করতে হবে।
১৬ বছরের নিচে কারো জন্য গেমটি খেলা নিষেধ।
তৈরি করেছেঃ Portbliss Games
ইন্সটলঃ ৫০০০০০-১০০০০০০
রেটিংঃ ৪.৬
অ্যাপ সাইজঃ ৬৭ মেগাবাইট।
৫। R*71 Health: এটি হচ্ছে বাংলাদেশের প্রথম ও পূর্নাংগ একটি অ্যাপ, যার মাধ্যমে আপনি স্বাস্থ্য বিষয়ক নানা ধরনের পরামর্শ পাবেন। কি রোগ হলে শরীর কেমন আকার ধারণ করবে, রোগের নানা লক্ষণ ও কোন রোগের চিকিৎসা কি হতে পারে তা নিয়ে আপনাকে একটি ধারণা দেবে।
স্বয়ংক্রিয় একটি সিম্পটম চেকার আপনাকে নানা শারীরিক ও মানসিক রোগ কি ধরনের লক্ষণের ওপর নির্ভর করে হতে পারে তা নিয়ে একটি ধারনা দিতে পারবে আপনাকে। এছাড়াও এটি আপনাকে একটি পরিপূর্ন ডায়েট চার্ট দেবে চাহিদা অনুযায়ী যার মাধ্যমে আপনি আপনার শরীরের প্রতি আরো যত্নবান হতে পারবেন।
তৈরি করেছেনঃ R*71 Limited
ইন্সটলঃ ১০০০০-৫০০০০
রেটিংঃ 4.৫
অ্যাপ সাইজঃ ১০