বিসমিল্লাহির রহমানীর রাহিম। আশা করি সবাই ভালো আছেন। আমরা সবাই কম্পিউটারে কপি পেষ্ট এর কাজ করি। যেমন ধরা যাক, মেমোরী লোড অথবা পেনড্রাইভ থেকে কোন গান বা মুভি ডাউনলোড ইত্যাদি। আজকে আমি আপনাদের সাথে একটা দারুন সফটওয়্যার শেয়ার করবো। এই সফটওয়্যারটি দিয়ে আপনার কম্পিউটারে খুবই দ্রুতগতিতে কপি-পেষ্ট করতে পারবেন। অনেকে হয়তবা বলবেন যে, কম্পিউটারে RAM বেশি থাকলে এই সব সফটওয়্যার এর প্রয়োজন কেন? আমার বিশ্বাস যাদের কম্পিউটার কম গতি সম্পন্ন তাদের কাজে আসবে। আমি নিজেই এই সফটওয়্যারটি ব্যবহার করে অবাক হয়েছি। সফটওয়্যার নাম হলো ট্যারাকপি (Tera Copy)।
এখন প্রশ্ন হলো এই সফটওয়্যারটি কিভাবে এত দ্রুত কাজ করে?
এই সফটওয়্যারটি দিয়ে যখন আপনি কপি/কাট করে পেষ্ট করবেন তখন সফটওয়্যারটি আপনার কম্পিউটারের প্রসেসর এবং RAM এর উপর চাপ সৃষ্টি করে কপি এবং পেষ্ট দ্রুত হয়। আর একটা মজার ব্যাপার হলো এই সফটওয়্যারটি দিয়ে আপনারা কপি-পেষ্ট পুছ (Pause) বা রিজুম (Resume) করতে পারবেন। এবং এর সাথে সাথে এটাও দেখতে পারবেন প্রতি সেকেন্ডে কত মেগাবাইট গতিতে কপি/পেষ্ট হচ্ছে।
নিচের স্ক্রীনশট দেখলেই বুঝতে পারবেনঃ
ডাউনলোডঃ
ব্যবহার করে দেখুন। ইনসাআল্লাহ সফটওয়্যারটা আপনাদের পছন্দ হবে।
ধন্যবাদ,
-মোঃ আব্দুর রহিম
আমার ওয়েব সাইটঃ www.itworldbd.tk
সম্পাদকীয়ঃ ডাউনলোডের লিংকটি একটি ফাইল শেয়ারসাইটের তাই সম্পাদনা করে মূল ওয়েবসাইটের লিংকটি প্রদর্শণ করা হলো।
যেহেতু সফটওয়্যারটি কম্পিউটারের প্রসেসর এবং RAM এর উপর চাপ সৃষ্টি করে কপি এবং পেষ্ট এর কাজ দ্রুত করে। তাহলে সফটওয়্যারটি কম্পিউটারের প্রসেসর এবং RAM কোনো ক্ষতি করবে না তো? অামার কম্পিউটারে ২জিবি RAM এবং ডুইল কোর(২.৫) প্রসেসর লাগানো অাছে।
আপনার পিসিতে যেহেতু ২জিবি RAM এবং ডুইল কোর(২.৫) প্রসেসর লাগানো আছে। আমার মনে হয় না আপনার এই সফটওয়্যারটা ব্যবহার করার কোন প্রয়োজন আছে। আমার বিশ্বাস এই সফটওয়্যারটা পিসির কোন ক্ষতি করে না।
আগে এর জন্য অন্য একটা সফটওয়াব ব্যাবহার করতাম (নামটা মনে নাই) । এখন এটা নামিয়ে দেখি কেমন কাজ করে । আমার PC তে আবার কপি পেস্ট এর TIME REMAINING সঠিক পাই না
বােজ সফটোয়ার। কারণ পের ফাইল কিপ/েপষ্ট হয় না।
আপনার পছন্দ না হলে ব্যবহার বা ডাউনলোড করার দরকার নেই। 😐
তবে সরাসরি এমন মন্তব্য করে বসবেন না যেন লেখক আঘাত প্রাপ্ত হয়। 😕
ধন্যবাদ
ভাই
বড় ফাইল ট্রান্সফার করার জন্য অনেক ভাল। তবে ছোট ফাইল হলে টাইম বেশি নেয়।
তবে পিসির কোন ক্ষতি করে না। তবে RAM কে ব্যবহার করে ফাইল কে দ্রুত CACHE করে নেয়। ফলে Copy তাড়াতাড়ি হয়।
Super Copier সবচেয়ে ভাল
Sorry.Download korte parlam na.Hochena.Please amake janaben.
আপনার মূল্যবান তথ্যের জন্য অসংখ্য ধন্যবাদ