উইন্ডোজ বেজড অপারেটীং সিষ্টেম গুলতে মিডিয়া ফাইল (অডিও, এম পি থ্রি, এ ভি আাই, ডি এ টি, এম কে ভি, ভি ও বি ইত্যাদি) উপভোগ করার জন্য সবাই কম বেশি একাধিক মিডিয়া প্লেয়ার ব্যবহার করে থাকেন। এর মধ্যে জনপ্রিয় প্লেয়ার গুলোই অন্যতম যেমনঃ জেট অডিও প্লেয়ার, ভিএলসি প্লেয়ার, উইন্ডোজ মিডিয়া প্লেয়ার, কেএম প্লেয়ার ইত্যাদি ইত‍্যাদি। এই সব প্লেয়ারের কিছু কিছু প্লেয়ারেরতো কোডেক সংকট এই সেই সমস্যা লেগেই থাকে। তবে এর বাইরেও যে কিছু কিছু প্লেয়ার আছে যেগুলো ওভারল চিন্তা করলে অন্যন্যা প্লেয়ারের তুলনায় কোন অংশেই কম নয় সেরকম একটি প্লায়েরটির সাথেই আজকে আপনাদের পরিচয় করিয়ে দিব।

SplayeR:

ওপেন সোর্স ভিত্তিক চিনা এই প্লেয়ারটির ইন্টারফেসটি ইউজার ফ্রেন্ডলি, ব্যবহারের দিক দিয়ে সহজ সরল, আর গতির দিক দিয়ে উচ্চ গতি সম্পন্ন। আর এর ব্যবহারকারী রয়েছে ১০ লক্ষ্যের ও বেশি। চলুন এক ঝলকে এর বৈশিষ্ট্য গুলো পয়েন্ট আকারে দেখে নিই

 

** ইউজার ফ্রেন্ডলি ইন্টারফেস

** প্লেয়ার হিসেবে ফ্লেক্সিবল

** সহজ সরল হট কি

** কম মেমরিতে কাজ করে

** অটো সাবটাইটেল ডাউনলোড

** সাইজের দিক দিয়ে ক্ষুদ্র

** হাই ডেফিনেশান ভিডিও

 

এবার চলুন অন্যন্য কয়েকটি প্লায়্যারের সাথে এর তুলনা দেখা যাক

 

একই ধরনের প্লেয়ারের মধ্যে তুলনা

SPlayer Storm Player QQ Player RealPlayer KMPlayer
Size 6.1M 28.9M 19.4M 13-16M 13M
Auto-Matching Subtitles সমর্থন করে সমর্থন করে না সমর্থন করে না সমর্থন করে না সমর্থন করে না
Open Source সমর্থন করে সমর্থন করে না সমর্থন করে না সমর্থন করে না সমর্থন করে না
Portable package available সমর্থন করে সমর্থন করে না সমর্থন করে না সমর্থন করে না সমর্থন করে না
No Bundling সমর্থন করে সমর্থন করে না সমর্থন করে না সমর্থন করে না সমর্থন করে
Full-format playback সমর্থন করে সমর্থন করে সমর্থন করে সমর্থন করে না সমর্থন করে
No ads সমর্থন করে সমর্থন করে না সমর্থন করে সমর্থন করে না সমর্থন করে
GPU Optimization সমর্থন করে সমর্থন করে না সমর্থন করে না সমর্থন করে না সমর্থন করে
Start Up Speed দ্রুত মোটামুটি দ্রুত নিম্নমানের দ্রুত
CPU Utilization নিম্নমানের মোটামুটি নিম্নমানের উচ্চমানের মোটামুটি
Startup-memory footprint নিম্নমানের মোটামুটি নিম্নমানের মোটামুটি উচ্চমানের
Playback memory footprint নিম্নমানের মোটামুটি নিম্নমানের মোটামুটি মোটামুটি
Ease of use সহজ মোটামুটি সহজ সহজ কঠিন
Beautiful interface সঠিক বিশ্রী সরল মোটামুটি বিশ্রী

 

যারা ৬.৮১ মেগাবাইটের এই এস প্লেয়ারটি ডাউনলোড করতে চান তারা এখানে ক্লিক করুন


তো এবার নিজেই নির্বাচন করুন কোন প্লেয়ারটি আপনার জন্য বেশি আরাম দায়ক। আমি ব্যক্তিগতভাবে জেট অডিও প্লেয়ার ও ভিএলসি প্লেয়ারের ভক্ত হলেও মনে হচ্ছে খুব শীঘ্রই এর স্থানে এস প্লেয়ারের অন্তর্ভুক্তি ঘটবে 🙂

কেমন লাগলো জানাতে ভূলবেননা কিন্তু আর চাইলে এই পোষ্টটি শেয়ার করতে পারেন আপনার ফেসবুক বন্ধুদের সাথে শেয়ার বাটনে ক্লিক করে

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here