আলোর বিপরীতে তোলা ছবি যেখানে মূল অবজেক্টটি অন্ধকারে ঢাকা থাকে তাকেই ‘সিলোয়েট’ ফটোগ্রাফী বলা হয়। এর আগে বিভিন্ন পোস্টে সার্ফ ফটোগ্রাফী, হাই স্পীড ফটোগ্রাফী নিয়ে লিখেছিলাম যেখানে ঐ ধরনের বেশ কিছু ছবি ছিল। আজও এর ব্যাতিক্রম নয়। আজকের পোস্টে থাকছে সিলোয়েট ফটোগ্রাফীর দারুন কিছু উদাহরন।
ফটোগ্রাফীর বিভিন্ন ধরন সম্পর্কে জানতে নিচের পোস্টগুলিতে চোখ বুলিয়ে আসতে পারেন…
* সার্ফ ফটোগ্রাফী
* ম্যাক্রো ফটোগ্রাফী
* প্যানরামা ফটোগ্রাফী
* হাই স্পীড ফটোগ্রাফী
জব্বর হইছে ইমতিয়াজ ভাই … 😆
অসাধারন হয়েছে 😀
😀
অতিব চমৎকার হয়েছে ইমতিয়াজ ভাই।
ধন্যবাদ।
নতুন এক ধরণের ফটোগ্রাফী সম্পর্কে জানলাম…জটিলেস্ট হইছে… 😀
ধইন্যা 😀
সেই রকম মন কাড়া একটী ফটোগ্রাফি হল সিলোয়েট ফটোগ্রাফি
৫ এ ৫ 😀
😯 Cheers mate 😀 সিলোয়েট আমার কাছেও দারুন লাগে…