কম্পিউটার বিজ্ঞান সপ্তাহ উপলক্ষে বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক এর উদ্যোগে রাজধানীর সিটি ইউনিভার্সিটিতে প্রোগ্রামিং আড্ডা অনুষ্ঠিত হয়েছে। সিটি ইউনিভার্সিটির সি.এস.সি ডিপার্টমেন্টের প্রধান জনাব সাফায়েত হোসেনের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রথম আলোর যুব সমন্নয়ক ও বিডি ও এস এন এর জেনারেল সেক্রেটারি মুনির হাসান।
প্রোগামিং আড্ডায় আলোচক হিসেবে ছিলেন কোডেক্স সফটওয়্যার সলিউশন লিঃ এর ব্যবস্থাপনা পরিচালক পাভেল সারওয়ার , তানভীর সিদ্দিক এসিস্টেন্ট জেনারেল সেক্রেটারি- বিডিওএসএন, আর এম তন্ময় ও বিডিওএসএন এর কর্ডিনেটর মোশারফ হোসেন টিপু।প্রোগামিং আড্ডায় প্রোগ্রামিং এর বিভিন্ন দিক ছাড়াও দেশী ও আন্তর্জাতিক বাজার নিয়ে আলোচনা করা হয়।