পৃথিবীকে দূর থেকে কেমন লাগে? খালি চোখে আমরা পৃথিবীকে যেমন দেখি আর চেয়ে অনেক সুন্দর আর বৈচিত্রময় আমাদের এ পৃথিবী। নাসার বেশ কিছু স্যাটেলাইট ছবি এখানে শেয়ার করবো। ছবিগুলো অনেকটা কোন বিখ্যাত চিত্রশিল্পীর রঙতুলিতে আঁকা মনে হলেও ছবিগুলো কৃত্রিম উপগ্রহ থেকে তোলা হয়েছে। চলুন তাহলে ছবিগুলো দেখে নেই –
সুইডেনের সামুদ্রিক ম্যাপ এটি। বাল্টিক সাগরের এই ছবিটি গত সপ্তাহের প্রকাশিত হয়। ছবিটির কচ্ছপাকৃতি সবাইকে মুগ্ধ করেছে।
অনেকটা ফুসফুসের মতো এ ছবিটি।
দক্ষিন অস্ট্রেলিয়ার লেক এটি।
সৌদি আরব ও ইয়ামেনকে বিভক্তকারী Rub’ Al Khali সাগরের ছবি।
ছবিটা দেখে কোন একজন চিত্র শিল্পীর সুচারু হাতের কাজ মনে হচ্ছে। উত্তর আমেরিকার মিসিসিপি নদীর ভৌগোলিক ছবি এটি।
আটলান্টিক মহাসাগর থেকে তোলা ছবি। গ্রিষ্মের সময় যখন কিছু বরফ গলতে থাকে তখন সেটেলাইট থেকে এরকম অভিনব দৃশ্য দেখা যায়।
ইরানের সবচেয়ে বড় লবনাক্ত মরুভূমির ছবি এটি। পোষ্টারে রঙের ঝালকানি মনে হচ্ছে।
কানাডার সমুদ্র তীরে বরফ আর পানির মিলনমেলায় নীলাভ ছবি।
ছবিটা বেশ সুন্দর লাগছে। প্রকৃত বেপার হলো রকি পর্বতে হালকা একটা মেঘের উপরে সূর্যের আলো পরে এরকম লাল বর্ণ ধারন করেছে।
আলজেরিয়ার সাহারা মরুভূমির ছবি এটি।
বাহ দারুন তো!!
নাসার ছবি গুলো শেয়ার করার জন্য ধন্যবাদ। আমাদের পৃথিবী আকাশে মাটিতে সব এঙ্গেলেই সুন্দর।
সুন্দর তো।
শেয়ারের জন্য ধন্যবাদ
ফটোগুলা দারুন। আমি আপনার ফটোব্লগ এবং ফটো বিষয়ক পোস্টগুলার দারুন ফ্যান টিউটো ভাই। 🙂
মতামত দেওয়ার জন্য এবং ফেসবুকে ছবিগুলো (২৭+) শেয়ারের জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ।
খুব ভালো লাগলো। কিন্তু ভাই লবনাক্ত মরুভূমি জিনিসটা বুঝলাম না, ঐ মরুভূমির বালি কি লবনাক্ত? মানুষ কি আজিব, এই জিনিসও খেয়ে দেখেছে ! :p
ভাল হচ্ছে চালিয়ে যান.
ধ্বংসযঙ্গের পৃথিবীটা খুজে দেন।