সান্তা ক্লজের ফেসবুক একাউন্ট অবশেষে তিনি ফিরে পেলেন। ক্রিসমাসের দিনে তার আইডি ফেসবুক থেকে সাসপেন্ড করা হয়েছিল এবং তার আইডেন্টিটির প্রমাণ জানতে চাওয়া হয়েছিল।
আপনাদের মনে প্রশ্ন আসতেই পারে কে এই ক্লজ? ক্লজ হচ্ছেন উত্তর মেরুর একজন সিটি কাউন্সিলম্যান। তিনি বলেন যে তার পেজ কেন ব্লক করা হল এ সম্পর্কে তাকে কোন কারণই দেয়া হয় নি। তিনি বলেন, “আমি ভেবেছিলাম ফেসবুক কর্তৃপক্ষ হয়ত বুঝতে পারেন নি যে আমার নাম আসলেই সান্তা ক্লজ কিংবা আমি সত্যিই উত্তর মেরুতে বসবাস করি।”

গত বুধবার ফেসবুক থেকে ক্ষমা চেয়ে ক্লজকে একটি মেইল পাঠানো হয় এবং বলা হয় যে এটি একটি অনিচ্ছাকৃত ভুল।
ক্লজ বলেন যে তার পেইজ থেকে ধর্মীয় ও জীবনাদর্শ ভিত্তিক কোট পোস্ট করা হয় এবং সেখানে প্রায় ৩ লক্ষাধিক লাইক রয়েছে। ফেসবুক কর্তৃপক্ষ তাকে অবশ্য তার আইডি ও পেইজ দুইই আবার ফিরিয়ে দিয়েছেন।
সূত্রঃ startribune.com