সুইডিশ-জাপানিজ মোবাইল নির্মাতা সনি এরিকসন এন্ড্রয়েড চালিত ওয়াকম্যান স্মার্টফোন নিয়ে আসছে বলে গুঞ্জন শোনা যাচ্ছিলো বেশ কিছু দিন থেকেই। অবশেষে তারা নিয়ে এলো W8 নামক এন্ড্রয়েড চালিত প্রথম ওয়াকম্যান স্মার্টফোন। যদিও এখনো আনুষ্ঠানিকভাবে এর ঘোষনা দেয়া হয়নি, তবে সনি এরিকসনের ওয়েবসাইটে ফোনটি ইতোমধ্যে অন্তর্ভুক্ত করা হয়েছে।

নতুন এই ফোনটি মুলত এশিয়ার তরুন ক্রেতাদের প্রতি লক্ষ্য রেখেই তৈরি করা হয়েছে। স্পেসিফিকেশন এবং ডিজাইনের দিক দিয়ে ফোনটি অনেকটা ‘এক্সপেরিয়া এক্স৮’ এর মত। তিন ইঞ্চি ডিস্প্লের এই স্মার্টফোনের উপরে রয়েছে ওয়াকম্যান বাটন এবং নিচের দিকে পাশে রয়েছে ইউটিউব বাটন। থাকছে ৩.২ মেগাপিক্সেল ক্যামেরা। এছাড়াও রয়েছে ভার্চুয়াল কোয়ের্টি কি-বোর্ড। এন্ড্রয়েড মার্কেটে রয়েছে প্রায় দেড় লাখ এপ্লিকেশন যার শিংহভাগই ফ্রী। চলুন জানা যাক ফোনটি সম্পর্কে আরও কিছু তথ্য। বোঝার সুবিধার্থে ইংরেজীতেই দেয়া হলো।

Screen

– 320 x 480 pixels (HVGA)
– 16,777,216 color TFT

Memory

– Phone memory up to 128MB
– MicroSD™ support (up to 16 GB)
* Actual free memory may vary due to phone pre-configuration.

Networks

– GSM/GPRS/EDGE 850/900/1800/1900
– UMTS/HSPA 900/2100
– UMTS/HSPA 850/1900/2100

Available colours

– azure – Orange – RedPossible limited market availability.

Sizes

– 99.0 x 54.0 x 15.0 mm
– 3.9 x 2.1 x 0.6 inches

Weight

– 104.0 gr
– 3.7 oz

(সূত্রঃ সনি এরিকসনের ওয়েবসাইট)

ফোনটি এন্ড্রয়েড ২.১ চালানো হবে যেখানে বর্তমানে এন্ড্রয়েড ৩.০ ভার্শন পর্যন্ত রয়েছে। এদিক থেকে কিছুটা হলেও পিছিয়ে থাকছে ফোনটি। ফোনটিতে থাকছে ৬০০ মেগাহার্টজ এর প্রসেসর, যেখানে বর্তমান বাজারে বেশিরভাগ স্মার্টফোনে রয়েছে ১ গিগাহার্টজ এর প্রসেসর।

তিনটি আকর্ষনীয় রঙ্গে এটি বাজারে আসছে বলে জানা যায় (যদিও একটাও আমার পছন্দের না 😛 )।  কবে নাগাদ এটি বাজারে আসবে তা নিশ্চিতভাবে জানা যায়নি। তবে এশিয়ার উন্নয়নশীল এবং স্বল্পউন্নত দেশগুলোর বাজার ধরতে হলে সনি এরিকসনকে অবশ্যই দামের দিক দিয়ে কিছুটা ত্যাগ শিকার করতে হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here