সুইডিশ-জাপানিজ মোবাইল নির্মাতা সনি এরিকসন এন্ড্রয়েড চালিত ওয়াকম্যান স্মার্টফোন নিয়ে আসছে বলে গুঞ্জন শোনা যাচ্ছিলো বেশ কিছু দিন থেকেই। অবশেষে তারা নিয়ে এলো W8 নামক এন্ড্রয়েড চালিত প্রথম ওয়াকম্যান স্মার্টফোন। যদিও এখনো আনুষ্ঠানিকভাবে এর ঘোষনা দেয়া হয়নি, তবে সনি এরিকসনের ওয়েবসাইটে ফোনটি ইতোমধ্যে অন্তর্ভুক্ত করা হয়েছে।
নতুন এই ফোনটি মুলত এশিয়ার তরুন ক্রেতাদের প্রতি লক্ষ্য রেখেই তৈরি করা হয়েছে। স্পেসিফিকেশন এবং ডিজাইনের দিক দিয়ে ফোনটি অনেকটা ‘এক্সপেরিয়া এক্স৮’ এর মত। তিন ইঞ্চি ডিস্প্লের এই স্মার্টফোনের উপরে রয়েছে ওয়াকম্যান বাটন এবং নিচের দিকে পাশে রয়েছে ইউটিউব বাটন। থাকছে ৩.২ মেগাপিক্সেল ক্যামেরা। এছাড়াও রয়েছে ভার্চুয়াল কোয়ের্টি কি-বোর্ড। এন্ড্রয়েড মার্কেটে রয়েছে প্রায় দেড় লাখ এপ্লিকেশন যার শিংহভাগই ফ্রী। চলুন জানা যাক ফোনটি সম্পর্কে আরও কিছু তথ্য। বোঝার সুবিধার্থে ইংরেজীতেই দেয়া হলো।
Screen
– 320 x 480 pixels (HVGA)
– 16,777,216 color TFT
Memory
– Phone memory up to 128MB
– MicroSD™ support (up to 16 GB)
* Actual free memory may vary due to phone pre-configuration.
Networks
– GSM/GPRS/EDGE 850/900/1800/1900
– UMTS/HSPA 900/2100
– UMTS/HSPA 850/1900/2100
Available colours
– azure – Orange – RedPossible limited market availability.
Sizes
– 99.0 x 54.0 x 15.0 mm
– 3.9 x 2.1 x 0.6 inches
Weight
– 104.0 gr
– 3.7 oz
(সূত্রঃ সনি এরিকসনের ওয়েবসাইট)
ফোনটি এন্ড্রয়েড ২.১ চালানো হবে যেখানে বর্তমানে এন্ড্রয়েড ৩.০ ভার্শন পর্যন্ত রয়েছে। এদিক থেকে কিছুটা হলেও পিছিয়ে থাকছে ফোনটি। ফোনটিতে থাকছে ৬০০ মেগাহার্টজ এর প্রসেসর, যেখানে বর্তমান বাজারে বেশিরভাগ স্মার্টফোনে রয়েছে ১ গিগাহার্টজ এর প্রসেসর।
তিনটি আকর্ষনীয় রঙ্গে এটি বাজারে আসছে বলে জানা যায় (যদিও একটাও আমার পছন্দের না 😛 )। কবে নাগাদ এটি বাজারে আসবে তা নিশ্চিতভাবে জানা যায়নি। তবে এশিয়ার উন্নয়নশীল এবং স্বল্পউন্নত দেশগুলোর বাজার ধরতে হলে সনি এরিকসনকে অবশ্যই দামের দিক দিয়ে কিছুটা ত্যাগ শিকার করতে হবে।
ভাই আমি কিন্তু সব সময়ই সনি এরিকসনের ভক্ত। সনি এরিকসনের সব কিছুই মারাত্বক, তবে সমস্যা একটাই , সনি এরিকসনের ফোন গুলো খুবি সফিস্টিকেটেড … নোকিয়ার মতন আছাড় দিয়ে (যদিও নকিয়া তাদের সেই গুন টি হারিয়ে ফেলেছে……) চালাবার মতন না। তবে দাম যদি নাগালের মধ্যে থাকে তবে অবশ্যই কেনার কথা চিন্তা করব……
আমাদের কে আপডেট করার জন্য ইমতিয়াজ ভাই আপনাকে অনেক ধন্যবাদ …
কিনলে মিস্টি খাওয়াইতে হইবো 😛 স্মার্টফোন বলে কথা 😉 আপনাকেও ধন্যবাদ।
আমাদেরকে ও খাওয়াইতে হবে……………..ইমতিয়াজ ভাই ধন্যবাদ শেয়ার করার জন্য…………
অবশ্যই খাওয়াবো… আরে কেন খাওয়াবো না … ছি ছি … আমাকে আপনারা এতটাই খারাপ ভাবলেন … আমি সবাইকেই খাওয়াবো … তবে … তবে … তবে … ফোনটি আপনারা যদি আমাকে কিনে উপহার হিসেবে দেন , তবেই 😉 …
হা…………হা………..আপেক্ষায় থাকেন…….ইমতিয়াজ ভাইয়ে কিনে উপহার দিবে
কিন্তু রাসেল ভাই …… আপনিও কিন্তু খেতে চেয়েছিলেন 😯 … একা ইমতিয়াজ ভাইয়ের উপরে কেন লোড দিচ্ছেন 😈 ??????
এক কেজি মিস্টি চাইছিলাম… বহুত কাহিনী করলেন 😡 এবার চাঁদা লাগবো। ফোন কিনার লগে লগে নগদে ৫,০০০ টাকা পাঠাইয়া দিবেন বাড়ি ৩২, রোড ৩৬, হাড্ডিভাঙ্গা মোড়, ইন্তেকালপুর এই ঠিকানায়। নাইলে কইলাম 👿
😯 জ্বি ওস্তাদ … পাডায়া দিমু, তয় র্যাব মামু গো হাতে কিন্তুক পাডামু … মাইন্ড লয়েন না … 🙄
ভাগিনাদের এসব ব্যপারে মামাদের জড়ানোর দরকার কি 😐
হে হে হে ওস্তাদে মনে হইলো ডর খাইছেন :lol:?????
ভালো , ভালো … ডর খাওয়া ভালো…… ডরের মধ্যে ভাইটামিন আছে 😈
ভাই এই ঠিকানা ……………কোন দেশর
আমাগো মতো থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বারের মানুষের জন্য ফোন গুলা শুধুই স্বপ্ন।
🙄 এভাবে বলেন না ভাই … আমাদের কথা মাথা তে রেখেই কিন্তু স্যামসং গ্যালাক্সি পপ নামের একটি এন্ড্রয়েড চালিত স্মার্ট ফোন বাজারে এনেছে … 😀
আসছে জানি মাগার দাম টা ❓
নীল রংটা হালকার উপ্রে পছন্দ হইবার চায়, তায় দাম হুনলে আর ভাল্লাগে না। 😡
:twisted:আল আমিন ভাই আমরা এক কাজ করি চলেন। এখানকার সবাইমিলে স্যামসাংয়ের মালিককে কীডন্যাপ করি। তাইলে সব আমাগো হইবো। হা হা হা হা….
স্যামসাংয়ের মালিককে কিডন্যাপ করে কি হবে? সেট তো সনি এরিকসনের।
:lol:আরে কান টানলে মাথা আসে। স্যামসাংয়ের মালিক সনি এরিকসনের মালিকের চাচাতো ভাইয়ের নানার ছেলে দাদার খালার বাপের বাপের ভাইয়ের মামার ছেলে।
😯 ভাই ভয় পাইছি … আমার সেট লাগবো না …… খালি নিয়ামুল ভাই যেই জিলাপির প্যাঁচ টা দিছে, ওই জিলাপি টা হইলেই আমি খুশি 😆
২.১ ব্যাপার না…রুট করে ২.৩ জিঞ্জারব্রেড করে নেয়া যাবে।
একটা তথ্য একটু গোলমেলে…২.৩ পর্যন্তই কিন্তু মোবাইলের জন্য এখন পর্যন্ত…৩.০ হানিকম্ব ভার্সনটা বিশেষভাবে ডিজাইন করা হয়েছে ট্যাবলেটের জন্য। এইটা মোবাইলের জন্য আসতে কিঞ্ছিত সময় লাগবে