বেশিরভাগ ক্ষেত্রেই কোন প্রতিষ্ঠানের লোগো দেখেই সে প্রতিষ্ঠান সম্পর্কে অনেকটা ধারনা করা যায়। অনেক লোগোতে প্রতিষ্ঠানের নাম, আবার অনেকগুলোতে সরাসরি ছবিতে বুঝা যায় প্রতিষ্ঠানের কাজের ধারা সম্পর্কে। আবার অনেক লোগো আপাত দৃষ্টিতে দেখে কিছু বোঝা না গেলেও এর মাঝে লুকিয়ে থাকে বিশেষ কিছু। আজ এমনি কয়েকটি লোগো দেখবো যেখানে বুদ্ধিমত্তার সাথে লুকিয়ে রাখা হয়েছে প্রতিষ্ঠানটির মৌলিক বিষয়।
Amazon
অতি সাধারন মনে হলেও আমাজনের লোগোতে একটি কথা লেখা আছে। লগোতে এ থেকে জেড এ এরো চিহ্ন দেওয়া আছে। যার মানে হলো A to Z অর্থাৎ আমাজনের মাধ্যমে সব কিছুই কেনা-বেচা হয়।
Chick-fil-a
সি এর মধ্যে একটি মুরগির ছবি আছে। যদিও এটি খুব বেশি লুকানো নয়, তবে এটি নিঃসন্দেহে বুদ্ধিমত্তার পরিচয় বহন করে।
Eighty20
অতি সাদা মাটা এ লগোতে বাইনারীতে প্রতিষ্ঠানটির নাম প্রকাশ করে। নিল রং এর চতুর্ভূজটি ডিজিটাল এক ও ধুসর রঙের চতুর্ভূজ ডিজিটাল শুণ্য বুঝায়। তাহলে উপরের সারিতে হবে 1010000 যার ডেসিমেল ৮০ এবং নিজের সারিতে হবে 0010100 যার অর্থ ২০.
F1
সুন্দরভাবে F ও সাদা অংশে 1 প্রকাশ করা হয়েছে।
FedEx
ফেডেক্সের লোগোটি আপনার কাছে অতি সাধারন মনে হতে পারে। তবে E এবং X এর মধ্যে কি একটা এরো দেখতে পাচ্ছেন? এটি তাদের দ্রুতগতির সার্ভিসটিই বুঝায়।
Milwaukee Brewers
এক দিক থেকে দেখলে মনে হবে একটি হাত বল ধরে রাখছে। অন্য দিকে মনে b ও m অক্ষরগুলোও দেখতে পাবেন।
Museum of London
লন্ডনের জাদুঘরের এ লোগোটি একটি আধুনিক লোগো মনে হচ্ছে। আসলে বিভিন্ন সময়ে লন্ডনের ভৌগোলিক অবস্থান যেরুপ ছিল তারই মানচিত্রটি এখানে একত্রিত করা হয়েছে।
NBC
একটি ময়ুরের সামনের দিকে তাকিয়ে থাকার দৃশ্যটি একটু মনোযোগ সহকারে দেখলেই বুঝবেন।
Northwest Airlines
নর্থ ওয়েষ্ট এয়ারলাইনের পূর্বেকার লগো এটি। এটিতে বামপাসের বৃত্তাকার অংশটিতে N=North ও W=West আর এটি একটি বৃত্তের মাঝে কম্পাসকেই বুঝানো হয়েছে।
Piano Forest
একই ভাবে পাঁচটি গাছ (যা বনের প্রতিক) ও পিয়ানোর ছবিটি দেখতে পাবেন লোগোটিতে।
Tostitos
দুইজন লোক একই প্লেট থেকে চিপস শেয়ার করে খাচ্ছে- এরকম একটি ছবি লগোটিতে আছে।
Treacy Shoes
সাধারন এই লোগোটির মধ্যে T এবং S এর মাঝে সুন্দর ভাবে একটি জুতার ছবি দেখা যাচ্ছে।
আমার আরো লেখা যা লোগো ডিজাইনে কাজে লাগতে পারেঃ