বিসমিল্লাহির রহমানীর রাহীম। অনেক দিন ধরে ব্লগইন থেকে দুরে ছিলাম। তবে কথায় আছে না মানুষ অভ্যাসের দাস। তাই যতই ব্লগইন থেকে দুরে থাকি না কেন অবশেষে একটা পোষ্ট না লিখে থাকতেই পারলাম না। অনেক্ষন ধরেই ভাবছিলাম কি নিয়ে পোষ্ট করা যায়। হঠাৎ করেই ব্লগার সম্পর্কে পোষ্ট করার চিন্তা মাথায় চলে এলো।
যা হোক আমি কী নিয়ে আলোচনা করব তা হয়ত আপনারা শিরনাম দেখেই বুঝতে পেরেছেন। এটি হলো favicon। এড্রেস বারে কোন ওয়েব সাইটের বামে যে আইকনটা থাকে মুলত সেটাই favicon। আমাদের কার নিজের ব্লগ নেই বলুন। হয়তো এমন খুব কম মানুষই পাওয়া যাবে যাদের নিজেদের ব্লগ নেই। তবে একেক জন একেক প্লাটফ্রমে ব্লগইন করেন। তবে যত প্লাটফ্রমেই করেন না কেন ওয়ার্ডপ্রেস আর ব্লগার হচ্ছে সবচেয়ে জনপ্রিয় পন্থা। ফেভিআইকন ওয়েব সাইটের একটা বিবরণ অল্প সময়ে সকলের সামনে তুলে ধরতে সাহায্য করে। যেমন আমি আমার ওয়েব সাইটে “পৃথিবী” ফেভিআইক দিয়েছি। যাতে বোঝা যাচ্ছে যে এইটা একটা আইটি ব্লগ।
যারা ব্লগারে ব্লগইন করেন তাদের মধ্যে অনেকেই আছেন ফেভিআইকন পরিবর্তন করতে পারেন না। মুলত ব্লগারে ব্লগইন করলে সেই ওয়েব সাইটে অটোমেটিক ব্লগারের ফেভিআইকন থাকে। আপনি ইচ্ছা করলেই একটা কোডের মাধ্যমে ব্লগারের আইকনটা পরিবর্তন করতে পারবেন। আর সেটা কিভাবে? সেটাই নিচে আলোচনা করলামঃ
যেভাবে ফেভিআইকন পরিবর্তন করবেনঃ
১. আপনার ব্লগারে লগইন করুন।
২. Design থেকে Edit HTML এ ক্লীক করুন।

৩. এবার নিচের কোডটি খুজুন।
৪. যে কোডটি খুজে পেলেন তার উপরে নিচের কোডটি টাইপ করুন।
না বুঝে থাকলে নিচের ইমেজটা দেখুনঃ
৫. {image url} টির জায়গায় আপনার আইকন ( jpg, gif, or png.) এড্রেস পেষ্ট করে দিন।
[বিঃদ্রঃ ইমেজ আপলোড করার জন্য www.pictures.pk এই ইমেজ হোষ্টিং ওয়েব সাইটটি ব্যবহার করতে পারেন।]
৬. Save Template বাটনে ক্লীক করে Save করুন।
৭. এবার আপনার ওয়েব সাইটে গিয়ে দেখুন আপনার দেওয়া আইকনটি ফেভিআইকনে শো করছে।
যদি আপনাদের কাজে লাগে তাহলেই আমার পরিশ্রম সার্থক হবে। কোন সমস্যা হলে অবশ্যই কমেন্টস করে জানাবেন।
ধন্যবাদ
-আব্দুর রহিম
আমার ব্লগে আপনারা আমন্ত্রিতঃ www.itworld24.tk
নতুনদের জন্য হেল্পফুল। রহিম ভাই, পোষ্টের বানানের প্রতি একটু খেয়াল দিতে হবে।
ধন্যযোগ !! 🙂
জ্বী ভাইজান 😀
ভাই, এটা ওয়ার্ডপ্রেসে কি করে করবো একটু বলবেন।
ইনসাআল্লাহ অতি শিগ্রহি এই বিষয়ে একটা পোষ্ট করে ফেলবো 🙂
ধন্যবাদ
Favicon change korar jonno arekta upai ache. Sheta holo, prothome apnake blogger-e log in korte hobe tarpor dashboard er design-e click korte hobe ebar page er upore favicon er pasher edit option-e click korte hobe. shobsheshe instruction onujaye image diye save-e click korun. 😆
I simply want to mention I am beginner to weblog and truly savored your web site. Very likely I’m planning to bookmark your website . You absolutely have excellent stories. With thanks for sharing with us your web page.
*This is a excellent blog, would you be involved in doing an interview about just how you designed it? If so e-mail me!
I like the helpful information you provide in your articles. I’ll bookmark your weblog and check again here regularly. I am quite certain I will learn a lot of new stuff right here! Good luck for the next!
Thanks for every other informative website. The place else may I get that type of information written in such an ideal means? I’ve a undertaking that I am just now operating on, and I’ve been on the look out for such info.