প্রায় সকল ইন্টারনেট ব্যবহারকারীই বর্তমানে ফেইসবুক ব্যবহার করছেন। ফেইসবুকে একদিন না ঢুকে থাকতে পারেন না অনেকেই। পিসিতে বসা সম্ভব না হলে মোবাইলেই অনেকে ব্রাউজিং এর কাজ চালিয়ে নেন। তবে ফেইসবুকে মোবাইল থেকে বাংলা লেখার জন্য সুবিধাজনক তেমন কোন উপায় নেই। আর তাই আপনাদের সাথে আজ পরিচয় করিয়ে দিচ্ছি মোবাইল থেকে ফেইসবুকে বাংলা লেখার একটি এপ্লিকেশন এর সাথে।
এই এপ্লিকেশান টি দিয়ে মোবাইল থেকে বাংলায় ফেসবুক স্ট্যাটাস লিখুন …
http://m.websolutionbd.net/
For more info see this:
http://m.websolutionbd.net/help.php
………………………………
আর “OPERA MINI” অথবা “UC”ব্রাউজার এর “কপি পেস্ট” অপশন ব্যবহার করে মোবাইল থেকে বাংলা লিখুন যেকোন ওয়েব / ওয়াপ সাইটে…।।
………………………………
কিভেবে যে কোন মোবাইলে বাংলা লিখবেন?
স্টেপ ১ :
http://m.websolutionbd.net/
এই এপ্প্লিকেশন এ যান…
স্টেপ ২ :
তারপর ফেসবুক পারমিশন দিতে বলবে…
দুই বার (বেসিক ইনফো এবং ওয়াল পোষ্ট) পারমিশন “এলাউ” দিতে বলবে ফেসবুক…
এলাউ করুন….
(***এই স্টেপ টি শুধুমাত্র প্রথম বার ব্যাবহার করার সময় লাগবে,”এলাউ” হয়ে গেলে পরবর্তীতে আর এই স্টেপ টা রিপিট করতে হবে না।***)
স্টেপ ৩ :
তারপর “Banglish Input Box” এ যা লিখার লিখে…
“Convert Banglish To Bangla” তে ক্লিক করে লেখা টি কে বাংলায় রুপান্তর করুন…
রূপান্তর করা বাংলা লেখা টি “Bangla Output Box” এ চলে আসবে…
(**এখন রূপান্তরিত বাংলা লেখাটি “OPERA MINI” অথবা “UC”ব্রাউজার এর “কপি পেস্ট” অপশন ব্যবহার করে যেকোন ওয়েব / ওয়াপ সাইটে ব্যাবহার করুন…।।**)
স্টেপ ৪ :
“Bangla Output Box” এ রুপান্তরিত বাংলা মোবাইলে দেখা না ও যেতে পারে… আপনি হয়তোবা বাংলার পরিবর্তে “Bangla Output Box” এ “▯▯▯▯▯▯▯▯” এমন কিছু দেখতে পাবেন…
সেক্ষেত্রে আপনি বানান ভুল করেছেন কিনা তা বুঝতে পারবেন না ,আর তাই মোবাইলে বানান ভুল ঠিক করার জন্য ব্যাবহার করুন “Correct or Not” বাটন টি…
“Correct or Not” বাটনে ক্লিক করলে আপনি মোবাইলে “Bangla Output Box” এ রুপান্তরিত বাংলা টি দেখতে পারবেন এবং বানানে ভুল থাকলে তা আবার শুদ্ধ করে নিতে পারবেন…
স্টেপ ৫ :
এবার “Post Status To Your Wall” এ ক্লিক করুন…
ব্যাস হয়ে গেল…
পোষ্ট প্রকাশ এবং এডিট এর জন্য এডমিন কে ধন্যবাদ…।।
দারুন… চেস্টা করে দেখি হয় কিনা। ধন্যবাদ।
দয়া করে ফলাফল জানাবেন…।।
ফেসবুকে আমার ফ্যান পেজের admin এখন আমি নই। কিভাবে আমি আবার আমার পেজের admin হতে পারব। আর কিভাবে সেই পেজের লাইক বাটনের html কোড খুঁজে পাব? কেউ একটু সাহায্য করবেন প্লিজ
http://developers.facebook.com/docs/reference/plugins/like/
এটা দিয়ে লাইক বাটন বানিয়ে নিন…।।
অন্য প্রশ্ন গুলার উত্তর আমার জানা নেই…।।
অনেক ধন্যবাদ সাইদুল ভাই
এখানে পোষ্ট এডিট করার কোন ব্যাবস্থা কি আছে?
আমি স্ক্রীন শট গুলা চেঞ্জ করতে চাচ্ছিলাম…।।
অনেক অনেক দন্যবাদ…..! খুব ই উপকার হলো ভাই আপনার পোস্ট টা পড়ে। এখন আমি সহজেই বাংলা লিখ্তে পারছি আমার মোবাইলে। আবারো দন্যবাদ….!
ভালো লাগলো আপনার কথা শুনে…।।
“লিখ্তে”
আপনি কি এই মন্তব্য টা এই এপ এ লিখে দিলেন নাকি?
“লিখতে”… হ্যা! এই এপ দিয়েই লিখেছি।
হুম ভুল টা দেখেই বুঝেছিলাম…।।
২/৩ দিন ইউজ করলেই দেখবেন আর কোন ভুল হবে না…।।
Dosto darun ekta jinish valo laglo tumar post pore
ধন্যবাদ…।।
http://m.websolutionbd.net/
Write Bangla Facebook Status via your mobile
এপ্লিকেশন এর ইউজার দের জন্য একটা ছোট উপহার নিয়ে হাজির হলাম।
আপনারা এখন এপ্লিকেশার এর \”FreeSmS\” ফিচার টি দিয়ে বিনামূল্যে বাংলাদেশের যে কোন মোবাইল অপারেটরে ফ্রি এসএমএস পাঠাতে পারবেন।
এটা লিমিটেড টাইম অফার।
ভাই nokia c5-03 তে বাংলা লেখার কোন apps আছে কি????
আপনার এই পদ্বতিতে কি fb status ছাড়াও inbox এর msg গুলো ও কি বাংলায় reply দিতে পারবো?????