নাসার বাসযোগ্য ঘর এবার মহাকাশে। বহুদিন থেকে নতুন নতুন আবিষ্কার করে বিশ্বের মানুষকে চমকে দিচ্ছে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা।এবার তারা আরো অবাক করা এক নতুন কাজ করে ফেলেছে। পৃথিবীর বাইরে বসবাস যোগ্য অবস্থা তৈরিতে বেশ সফল হয়েছেন তাঁরা।
চাঁদ বা মঙ্গলগ্রহ অভিযানে গিয়ে মহাকাশচারীরা যাতে পৃথিবীর ও চাঁদের আবহাওয়া পেতে পারেন তার জন্য বেশ কিছুদিন ধরেই চেষ্টা চালিয়ে একটি বেসরকারি এরোস্পেস কোম্পানির সাহায্যে মহাকাশে একটি বসবাসযোগ্য ছোট ঘর বানাতে সক্ষম হয়েছে । নাসার মহাকাশচারী জেফ উইলিয়ামস ৭ ঘণ্টার চেষ্টা চালিয়ে ৬৭ ইঞ্চি লম্বা ওই ঘরে অক্সিজেনপূর্ণ হাওয়া ভরতে সক্ষম হয়েছেন। ছোট ঘর টির দৈর্ঘ্য ও প্রস্থ যথাক্রমে ১৩ ফুট ও ১০ দশমিক ৫ ফুট। অর্থাৎ এর আকার একটি বেডরুমের মত। এতে এয়ার ট্যাঙ্ক দিয়ে বাতাস ভরা হয়েছে। মোট কাজটি সম্পূর্ণ করতে নাসার বিজ্ঞানীদের সময় লেগেছে তিন দিন । খুব তাড়াতাড়ি এই ঘরটি ব্যবহারের উপযুক্ত করে তোলা হবে বলে মনে করা হচ্ছে।মহাকাশচারীরা ভবিষ্যৎ এ চাঁদ বা মঙ্গল অভিযানে গিয়ে এই ঘরটিকে মহাকাশে হোটেলের মতো ব্যবহার করতে পারবেন বলে আশা করছেন।