ফটোশপের ভিডিও টিউটোরিয়ালে আপনাদের স্বাগতম। এই ভিডিও টিউটোরিয়ালটিতে আমরা জানব ফটোশপের Content Aware Fill অপশনটি সম্পর্কে। এটি CS5-এর নতুন এবং খুব দরকারী একটি অপশন। আজকের এই টিউটোরিয়ালে আপনারা দেখবেন কিভাবে Content Aware Fill অপশনটি ব্যবহারের মাধ্যমে ছবি থেকে যে কোন অপ্রয়োজনীয় অংশ খুব সহজে এবং অল্প সময়ে দূর করে ফেলা যায়।
আর এই টিউটোরিয়ালটির মাধ্যমে আমরা আমাদের ভিডিও টিউটোরিয়ালের কাজ শুরু করলাম। কেমন হল, প্লিজ জানাবেন…
যাদের ইন্টারনেট স্পীড স্লো, ইউটিউবে দেখতে গিয়ে ঝামেলায় পড়ে যান, তাদের জন্য (4MB)
ডাউনলোড লিঙ্কঃ http://www.mediafire.com/?53ss2wr4d8s53s3
আমার কােছ বিসয়টি খুিব মজার এবং কাজের হয়েছে। এটো ডিন জাবট আমি এটা শিখটে চেয়ে ছিলাম কিনটু পারিনি। Tanks to Biggan projukti. May Allah be with you.
খুব ভাল লাগলো ।
ভিডিও টিউটোরিয়ালটি খুব ভাল লগেছে, সহজ সরল ভাবে উপস্হাপন করা হয়েছে, cs 4 দিয়ে কি এই কাজটি করা যাবে? ধন্যবাদ
খুবই কাজের একটা পোষ্ট… দারুন লাগল