আমাদের মধ্যে বেশিরভাগ ব্যবহারকারীই অপারেটিং সিস্টেম হিসেবে উইন্ডোজ ব্যবহার করে থাকেন। আর উইন্ডোজ ব্যবহারকারীদের সবচেয়ে বড় শত্রু হচ্ছে ভাইরাস। মূলত ভাইরাস এখন আমাদের নিত্য দিনের সঙ্গী। যদিও একে একেবারে বর্জন করে চলার উপায় নেই। তবে বিভিন্ন কৌশল অবলম্বন করে আমরা যতটা সম্ভব এর থেকে দূরে থাকতে পারি। কিন্তু আমরা যতই ভাইরাস থেকে দূরে থাকি, ভাইরাস তো আমাদের ছাড়ে না। অসাধানতার ফলে বিভিন্ন কারনে এটি কম্পিউটারে প্রবেশ করে।
যাক এখন কাজে আসি, ভাইরাসের কারণে আপনার কম্পিউটারের ফাইল বা ফোল্ডার হিডেন হয়ে গেলে কী করবেন? ফাইল বা ফোল্ডার হিডেন হয়ে গেলে আমরা বেশ বিপাকে পড়ি। আবার দেখুন ভাইরাসের কারণে উক্ত হিডেন হওয়া ফাইল বা ফোল্ডারগুলো সার্চ করেও পাওয়া যায় না। কী উপায় ফিরিয়ে আনতে! কোন চিন্তাই নেই সমস্যা যেহেতু আছে, সমাধানও আছে। নিচের উপায়গুলো দেখুনঃ
উপায় এক
প্রথমে Control Panel >>> Folder Options এ যান। এখানে Tools মেনু ট্যাবে Show hidden files and folders এবং Hide protected operating system files আনচেক করুন। এবার Advanced Options >>> Search hidden files and folders চেক করুন। এখন দেখবেন হিডেন ফাইলগুলো দেখা যাবে।
এবার আসুন ভাইরাসের কারণে হিডেন অপশন ডিজেবল হলে কী করবেন? তখন তো হিডেন অপশন কাজ করবে না। হিডেন অপশন এনাবল এবং আনচেক করতে পারবেন একটি সফটওয়্যারের মাধ্যমে। এর নাম এট্রিবিউট চেঞ্জার এবং এটি ডাউনলোড করুন এখান থেকে www.petges.lu । এর ইনস্টল করুন। এখন যে ফোল্ডারের এট্রিবিউট পরিবর্তন করতে চান তার উপর মাউসের ডান বাটন ক্লিক করুন। এবার Change Attributes এ ক্লিক করুন। Folder Properties ট্যাব থেকে System, Hidden আনচেক করে Ok করুন। তাহলেই ফোল্ডার অপশন্সের হিডেন অপশন এনাবল হবে। এখন Show hidden files and folders এবং Hide protected operating system files চেক করুন এবং OK করে বেরিয়ে আসুন।
উপায় দুই
স্টার্ট মেনু থেকে রানে যান এবং লিখুন cmd. তাহলে কমান্ড প্রোম্পট খুলবে। এখন আপনার ড্রাইভে প্রবেশ করুন। এজন্য যে ড্রাইভ উক্ত ড্রাইভের নামে লিখুন, যেমনঃ ড্রাইভ E হলে E: লিখে এন্টার দিন, তাহলে ড্রাইভে প্রবেশ করবে।
এবার attrib -s -r -h -a /s /d লিখে এন্টার করুন। তাহলে আপনার হিডেন হওয়া ফোল্ডার বা ফাইল ফিরে আসবে।
বিশ্লেশণঃ
attrib = attribute, s = system file, r = read only, h = hidden, a = archive,
/d = directory, /s = sub directory
ভাল লাগলে মতামত আশা করছি…
এই লেখাটা সমকাল দর্পন এ দেখেছি 🙁
হয় তো আমার সাথে মিলে গেছে। যাক আমি জানি তাই এটি এখানে শেয়ার করলাম………… ধন্যবাদ
Back4u কে ধন্যবাদ।
আপনাকেও ধন্যবাদ। যাক, রিয়াজ ভাই অনেকটা আপনার পোষ্টের মতো হয়েছে।
ভাই, প্যারাসিটামল কিন্তু খালি মাথা ব্যাথার জন্য মানুষ খায় না। প্যারাসিটামল হচ্ছে ব্যাথা নাশক। সব ব্যাথার জন্যই খাওয়া যায়। অনেক সমস্যার সমাধান একি রকম হতেই পারে … তাই না ??????
ভুল উপমা দেয়া হলে ক্ষমা চাচ্ছি… 😉
আচ্ছা রিয়াজ ভাই আপনি এটি দ্বারা কি বুঝিয়েছেন??????
হা হা হা হা হা হা ……… কিছু না …… বাদ দেন 😉
virus এর কারন এ আমার windows টা নতুন setup দিয়েছি/ আমার পুরান username এর document এ amar cookies গুলা রয়ে গেছে।এখান থেকে কি কোনভাবে আমার mozilla password and bookmarks গুলো restore করা সম্ভব?
আমার মনে হয় না সেটা আর সম্ভব হবে। কারন আপনি আপনার রুট ডিরেক্টরি ফরম্যাট করে ফেলেছেন। তবে, ভালো মানের যে কোন ডাটা রিকভারি টুলস ব্যবহার করে কিছু ডাটা হয়তবা উদ্ধার করতে পারেন।
cookies গুলো আমি আলাদা করে রেখে দিএছিলাম। infact পুরো my document folder টাই আমি D drive এ copy করে রেখেছি।এখন যদি কোন ভাবে এটা mozilla তে sync করা যেত…
আপনার পাসওয়ার্ডটি রিকভার করা সম্ভব হবে বলে মনে হয় না। তবে আমিও রিয়াজ ভাইয়ের সাথে একমত………… ধন্যবাদ
ডি ড্রাইভে কপি করা মাই ডকুমেন্ট দিয়ে সি ড্রাইভের মাই ডকুমেন্ট রিপ্লেস করে দেখতে পারেন! কাজ করার সম্ভাবনা খুবই কম…কারণ, জানেন তো…প্রতিটা উইন্ডোজ ওএস আইডেন্টিক্যাল মনে হলেও আসলে প্রতিটারই একটা করে প্রাইমারি কী নাম্বার থাকে!
ভাল, ধন্যবাদ। যাই হোক অপারেটিং সিস্টেম ইনস্টল দেয়ার পর সাধারণত এগুলো কাজ করে না। এথন নাকিব ভাই আপনার পদ্ধতিটা ব্যবহার করে দেখতে পারে।
নাকিব ভাই, যদি সমাধান হয় তাহলে অবশ্যই বলবেন……………. ধন্যবাদ সবাইকে
কমান্ড লাইন এর ট্রিক্স গুলার জন্য + পোষ্ট টির জন্য ধন্যবাদ।
আপনাকেও ধন্যবাদ
ধন্যবাদ………….. 😉
রহিম ভাই, আপনাকেও ধন্যবাদ
অনেক ভাল লেখা এমন পোস্ট আরো চাই ।
ভাইরাসের কারণে ফোল্ডার হিডেন হয়ে গেছে? : বিজ্ঞান ☼ প্রযুক্তি
azsymcsknqh
zsymcsknqh http://www.gkqn2h1t68z4me821ta82o2yln3458z6s.org/
[url=http://www.gkqn2h1t68z4me821ta82o2yln3458z6s.org/]uzsymcsknqh[/url]
cheap nba jerseys free shipping|