কয়েক মাস আগে থেকে বিভিন্ন ওয়েব্লগ এ শুনা যাচ্ছিল যে, ব্লগার.কম তাদের নতুন ইন্টারফেস অবমুক্ত করতে যাচ্ছে। তবে কবে নাগাদ রিলিজ এটার সঠিক কোন দিনক্ষন জানা যায় নাই আগে। রিলিজের আগে পরীক্ষামূলকভাবে ব্লগার.কম অনেক ইউজারকেই আগে এটি ব্যবহার করতে দিলেও সবার জন্য উন্মুক্ত করলো কয়েকদিন আগেই। ফেসবুকের কয়েক বন্ধু থেকে জানলাম, তাদের কেউ ১৫-২০ দনি আগে নোটিফিকেশন পেয়েছেন ব্যবহারের জন্য। আর আমি নিজে নতুন ইন্টারফেস দেখতে পেলাম আজ। তো চলুন দেখি নতুন চেহারায় কেমন দেখায় ব্লগার.কম-কে ..
আপনার ব্লগার একাউন্টে প্রবেশ করলেই আগের ইন্টারফেসের জায়গায় দেখতে পারবেন নিচের মত …
আর নির্দিষ্ট যেকোন একটি ব্লগের ড্যাববোর্ডে প্রবেশ করলে দেখতে পারবেন নিচের মত পরিবর্তন ..
উপরের চিত্রের একদম উপরে বামে লাল My Blogs এ ক্লিক করে আপনি পূনরায় মুল ড্যাববোর্ডে ফিরে যেতে পারবেন। আর আগে যেমনটা Horizontally ট্যাব দেখেছেন Posts, Pages, Comments, Stats, Earning, Layout এবং অন্যান্য সেটিঙস এর জন্য। এখন পাবেন Vertically. 🙂
নতুন পোষ্ট লিখতে পবেন নতুন চেহারায় …
তবে হ্যা এখনও Earning ট্যাবসহ আরো অন্যান্য সেটিংসগুলোর এখনো কাজ চলছে। ব্লগার বলছে, খুব শীঘ্রই সব সেকশনের কাজ শেষ করা হবে। 🙂
তো এবার নতুন ইন্টারফেস এর মজা নিন। আর ব্লগিং এ মেতে উঠুন নতুন করে। 😉
সবাই ভাল থাকুন, সুস্থ থাকুন। 🙂
ধন্যপ্লাস 🙂 শাওন ভাই পোস্টটির জন্য। কিন্তু আমি নতুন ইন্টারফেস দেখতে পারছি না। সব আগের মতই আছে। এখন কি করব ?
আপনার ব্লগ কি Draft.blogger.com এ ওপেন হয়? নাকি blogger.com এ?
blogger.com এ
Draft.blogger.com এ ওপেন করেন। আসলে নতুন ফেসটি এখনো অনেকেই পায় নাই। দেখেন আপনি পান কিনা এখনি। তবে, এখন না পেলেও কয়ে দিনের মধ্যে পাবেন। 🙂
পোষ্টি শেয়ারের জন্য ধন্যবাদ
ধন্যযোগ মন্তব্যের জন্য। 🙂
হুউম আমি এক্ষণ পাইনাই। তবে আশা করি কিছুদিনের মধ্যেই পেয়ে যাব। ধন্যবাদ
Vai ami 1ta blog chalu korsi mobile e opera dia open hoy but computer dia open hoy na. Mean access hoy na. Amar account open hoy. Settings gulo thik korlam. What can I do?? Plz help me.